সাকিবকে নিয়ে সবার আগে অনুশীলনে রংপুর
আরও একটা বিপিএল কড়া নাড়ছে দুয়ারে। দলগুলো অবশ্য এখনো তোড়জোর শুরু করেনি এখনো, ব্যতিক্রম শুধু রংপুর রাইডার্স। আজ থেকে অনুশীলনে নেমে পড়েছে দলটি। প্রথম দিন থেকেই সাকিব আল হাসানকে পেয়েছে রংপুর।
আজ সকালে নিজেদের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন শুরু করে রাইডার্স। কোচ সোহেল ইসলাম ছিলেন এর নেতৃত্বে। দুপুর সাড়ে বারোটায় এসে অনুশীলনে যোগ দেন সাকিব নিজেও। শুরুতে ব্যাট নিয়ে শ্যাডো প্র্যাকটিস করেন, পাশ থেকে দাঁড়িয়ে দেখছিলেন কোচ।
সাকিব অবশ্য গতকাল থেকেই অনুশীলনে নেমে পড়েছেন। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন করেন তিনি। আঙুলের চোট কাটিয়ে অনুশীলনে ফেরার পরপরই লম্বা সময় ব্যাট হাতে অনুশীলন করেন তিনি।
তার দল রংপুর এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক স্কোয়াডই দাঁড় করিয়েছে। সাকিব তো আছেনই, সঙ্গে বাবর আজম, নিকলাস পুরান ও ওয়ানিন্দু হাসরাঙ্গার মতো তারকাদের দলে ভিড়িয়েছে রংপুর।