হাতে চোট, মিরপুর ছাড়লেন তামিম
তামিম ইকবাল বহু দিন ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেই। বিপিএলকে ফেরার মঞ্চ হিসেবে স্থির করেছেন তিনি। তবে ইনজুরি কাটিয়ে মাঠে নামার ঠিক আগ মুহূর্তে আবারও চোট পেয়েছেন তিনি। হাতে চোট পাওয়ায় ব্যান্ডেজ লেগেছে তার, তা নিয়েই মিরপুর ছেড়ে গেছেন তিনি।
শেষ কিছু দিন ধরেই অনুশীলনে নিয়মিত তামিম। আজ মঙ্গলবারও এসেছিলেন। ইনডোরে অনুশীলন করতে গিয়েছিলেন। তবে সেখানে তাসকিন আহমেদের বলের মুখোমুখি হতে গিয়ে হাতের আঙুলে চোট পেয়েছেন তিনি।
অনুশীলন চলাকালে তার বাম হাতের তর্জনীতে আঘাত পান তিনি। এরপরই অনুশীলন থামিয়ে দেন। সঙ্গে সঙ্গে ফিজিও বায়জিদুল ইসলাম চলে আসেন পর্যবেক্ষণে।
নেট অনুশীলন থেকে তিনি এরপর চলে যান ইনডোরের দিকে। এরপর আঙুলে ব্যান্ডেজ নিয়ে তিনি মিরপুর ছেড়ে যান কিছুক্ষণ পরেই।
এর আগে সাকিব আল হাসানও অনুশীলনে নেমেছেন গত সোমবার। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে লম্বা সময় ধরে ব্যাটিং অনুশীলন করেছেন। আজ রংপুর রাইডার্সের অনুশীলনেও নেমেছেন তিনি।
বিপিএলে এখন পর্যন্ত কেবল রংপুরই দলগত অনুশীলনে নেমেছে। যদিও পূর্ণ স্কোয়াড পায়নি দলটি। দলে ভেড়ানো বিদেশীদের পায়নি দলটি।