আইসিসির শাস্তি পেল ইতিহাসের সবচেয়ে ছোট টেস্ট ম্যাচের উইকেট

  • নিউজরুম এডিটর
  • ০৬:৩৫ পিএম | ০৯ জানুয়ারি, ২০২৪

কেপটাউনে সবচেয়ে স্বল্প দৈর্ঘ্যের টেস্ট ম্যাচ দেখেছে ক্রিকেট বিশ্ব। বল হয়েছে মোটে ৬৪২টি। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষ হয়েছে মাত্র দেড় দিনেই। যা নিয়ে ম্যাচ শেষে উইকেটের সমালোচনা করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সমালোচনা করেছে দেশটির সাবেক ক্রিকেটাররাও। এই অবস্থায় স্বাভাবিকভাবেই অনুমিত ছিল শাস্তি পেতে যাচ্ছে কেপটাউনের উইকেট।

অবশেষে সেটিই হয়েছে। কেপটাউন টেস্টের প্রায় পাঁচ দিন পর কেপটাউনের উইকেটকে ‘অসন্তোষজনক’ রায় দিয়ে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। আইসিসির এই রায়ের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত মেনে নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকাও।

আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড অধিনায়ক ডিন এলগার এবং রোহিত শর্মার সাথে কথা বলার পর পিচকে ‘অসন্তোষজনক’ রেটিং বলেন, ‘নিউল্যান্ডসের পিচে ব্যাট করা খুবই কঠিন ছিল। পুরো ম্যাচেই বল খুব দ্রুত এবং কখনও কখনও উদ্বেগজনকভাবে বাউন্স করেছে। যার ফলে শট খেলা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। বেশ কয়েকজন ব্যাটার গ্লাভসে আঘাত পেয়েছেন। বিশ্রী বাউন্সের কারণে অনেক উইকেটও পড়েছিল।’

সাধারণত অসন্তোষজনক রেটিং করলে একটি ডিমেরিট ও অযোগ্য রেটিং করলে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় উইকেটকে। আর এই ডিমেরিট পয়েন্ট পাঁচ বছর সক্রিয় থাকে। আর এই সময়ের মধ্যে কোনো ভেন্যু ৬টি ডিমেরিট পয়েন্ট পেলে ওই ভেন্যুকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। আর পরবর্তীতে এই ডিমেরিট পয়েন্টের সংখ্যা ১২তে পৌঁছালে শাস্তি বাড়িয়ে দুই বছর করা হয়।

খেলার দুনিয়া | ফলো করুন :