পিএসজিই এমবাপের জন্য সেরা ক্লাব
আরও একটা দলবদলের উইন্ডো, আরও একটা কিলিয়ান এমবাপে সোপ অপেরা শুরু হয়ে গেছে। এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে শেষ তিন-চার বছরে কম আলাপ হয়নি। কয়েকবার তো অনানুষ্ঠানিকভাবে চাউরও হয়ে গিয়েছিল, এমবাপে মাদ্রিদেই যাচ্ছেন, তবে শেষমেশ তিনি খেলেছেন পিএসজিতেই।
এবারও সে রকমই হয়েছে। দিনকয়েক আগে শোনা গেল এবার মাদ্রিদে যাচ্ছেনই এমবাপে, শতভাগ নিশ্চিত বিষয়টা। তবে তার পরের দিনই ফরাসি তারকা জানিয়ে দিলেন, পিএসজি সঙ্গে চুক্তিটা তার এখনো আছে। তার পক্ষ থেকে একটা বিবৃতিতে সাফ বলে দেওয়া হয় রিয়াল মাদ্রিদের সঙ্গে কোনো প্রকারের সম্মতিতে পৌঁছাননি এমবাপে।
এবার পিএসজির চেয়ারম্যান নাসের আল খেলাইফি জানালেন আরও একটা বিষয়। এমবাপে নাকি পিএসজি ছাড়তেই চান না, থাকতে চান প্যারিসেই! গতকাল আরএমসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কিলিয়ান এখানে থাকতে চায়, এটা আমি লুকাতে চাই না। কিলিয়ান বিশ্বসেরা ফুটবলার, পিএসজি তার জন্য সেরা ক্লাব। তার কাছে বিশ্বসেরা ট্রেইনিং সেন্টার আছে, বিশ্বসেরা কোচ আছেন।’
সঙ্গে আরও একটা কারণ যোগ করলেন খেলাইফি। সেটা চ্যাম্পিয়ন্স লিগ। শিরোপাটা এখনো পিএসজি জিততে পারেনি। খুব কাছে গিয়েছিল ২০২০ সালে, কিন্তু সেবারও ফাইনালে হারতে হয়েছে তাদের। তবে পিএসজি এখানে নিয়মিতই খেলছে নকআউটে। সে বিষয়টাই এমবাপেকে পিএসজিতে রাখার বড় নিয়ামক হিসেবে কাজ করতে পারে, বিশ্বাস খেলাইফির।
তার কথা, ‘প্রতি বছর তার চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত। আমরা নিদেনপক্ষে শেষ ষোলয় খেলি, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, এমনকি ফাইনালও। আমরা বড় দলগুলোর একটা।’
এমবাপে ২০২২ সালে যখন চুক্তি নবায়ন করলেন পিএসজির সঙ্গে, এরপর থেকে প্রতি বছর তিনি ক্লাবটি থেকে পাচ্ছেন ৭.২ কোটি ইউরো। সঙ্গে সাইনিং বোনাস পেয়েছেন ১৫ কোটি ইউরো, আর লয়ালটি বোনাস থাকছে প্রথম বছরের জন্য ৭ কোটি ইউরো, চুক্তির মেয়াদ তিন বছর ছুঁয়ে ফেললে তা ৯ কোটি ইউরোয় গিয়ে দাঁড়াবে।
এমবাপের থাকাটা অর্থের ওপর নির্ভর করছে কি না, এমন প্রশ্নের জবাবে খেলাইফি বলেন, ‘আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। আমি আপনাদের অনুরোধ করছি, কিলিয়ানকে একা ছেড়ে দিন।’