‘কসাইয়ের কাছে ভেড়ার পাল’ পাঠাচ্ছে উইন্ডিজ!

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১১:০৩ এএম | ১০ জানুয়ারি, ২০২৪

অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ শুরুর আর বাকি ছয় দিন। তবে এই সফরে উইন্ডিজ আনকোরা এক দলই পাঠিয়েছে। অজিদের ডেরায় এমন দল পাঠানোকে ভালো চোখে দেখছেন না সাবেক উইন্ডিজ উইকেটরক্ষক জেফরি ডুজন। তার মত, এমন কিছু করাটা ‘কসাইয়ের কাছে ভেড়ার পাল’ পাঠানোর মতো। 

স্থানীয় সংবাদপত্র দ্য গ্লেনারকে দেওয়া এক সাক্ষাৎকারে ডুজন বলেন, ‘এটা লজ্জার। অস্ট্রেলিয়া তো আমাদের মতো পরিস্থিতিতে পড়ে না! সম্ভবত তাদের খেলোয়াড়রা আরও বেশি দেশপ্রেমিক। তবে উইন্ডিজ যা করছে সেটা ‘কসাইয়ের কাছে ভেড়ার পাল’ পাঠানোর মতো বিষয়।’

১৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টেস্ট সিরিজে খেলতে অস্ট্রেলিয়ার মাটিতে উইন্ডিজ পাঠিয়েছে আনকোরা এক দল। ৭ জন খেলোয়াড় এখনো অভিষিক্তই হননি। 

এই বিষয়ে ডুজন বলেন, ‘যদি আমরা এমন তরুণ দলটা তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে খেলতে পাঠাতাম, তাহলে ভালো হতো। কিন্তু আমি মনে করি না সাতজন অভিষিক্ত খেলোয়াড়সহ দলটাকে এমন অভিজ্ঞ, প্রতিষ্ঠিত আর শক্তিশালী দলের বিপক্ষে খেলতে পাঠিয়ে দিয়ে খুব বেশি কিছু অর্জন করা সম্ভব।’

উইন্ডিজ ক্রিকেট দলের প্রধান নির্বাচক ডেজমন্ড হেইন্স বলেছেন, ‘আমাদের বেশ কিছু মূল খেলোয়াড় নেই। যার প্রভাব পড়েছে দলে।’ 

সবশেষ অস্ট্রেলিয়ার মাটিতে উইন্ডিজ টেস্ট সিরিজ জিতেছিল সেই ১৯৯২ সালে। সেবারের ২-১ ব্যবধানে পাওয়া সেই সিরিজ জয়ের পর থেকে এখন পর্যন্ত আর কোনো সিরিজ নিয়ে যেতে পারেনি ক্যারিবীয়রা। পরিস্থিতি যা দেখা যাচ্ছে, ৪২ বছরের অপেক্ষাটা আরও বেড়ে যাওয়ার শঙ্কাই বেশি উইন্ডিজের।

খেলার দুনিয়া | ফলো করুন :