নিষেধাজ্ঞার শঙ্কা থেকে মুক্ত ব্রাজিল
বিশ্বকাপ ফুটবল সবচেয়ে বেশিবার জিতেছে দলটি। সেই দলটির সামনেই কিনা এসে হাজির হয়েছিল নিষিদ্ধ হওয়ার শঙ্কা। ফিফা থেকে সতর্ক বার্তা ধেয়ে গিয়েছিল ব্রাজিল ফুটবলে। তবে শেষমেশ সে শঙ্কা কেটে গেছে দলটির। ফুটবলে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা নেই দলটির। ফিফার আইন বিভাগের প্রধান এমিলিও গার্সিয়া জানিয়েছেন বিষয়টি।
গত ৭ ডিসেম্বর ব্রাজিলের থানীয় আদালত সিবিএফের সভাপতির পদ থেকে এদনালদো রদ্রিগেসকে সরিয়ে দেওয়ার আদেশ দেন। মূলত সিবিএফের বর্তমান কমিটির নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট হওয়ায় এই সিদ্ধান্ত নেমে আসে বোর্ডের ওপর।
ব্রাজিলের ফুটবলে বহিরাগতদের হস্তক্ষেপের অভিযোগ আনে কনমেবল। তখনই নিষেধাজ্ঞার শঙ্কা জাগে। কারণ ফিফার আইন অনুযায়ী, ফুটবল ফেডারেশনে সরকার কিংবা বাইরের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। যদি বাইরের হস্তক্ষেপের প্রমাণ পাওয়া যায় তাহলে ওই দেশ ফুটবল থেকে নিষিদ্ধ হবে।
সেটি মনে করিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে সতর্ক করে চিঠি পাঠায় ফিফা ও কনমেবল। এরপরই ঘটনায় নতুন মোড়। গত সপ্তাহে সিবিএফের সভাপতি পদে রোদ্রিগেসকে ফেরানোর নির্দেশ দেন ব্রাজিলের উচ্চ আদালতের বিচারক গিলমার মেন্দেস।
গিলমারের যুক্তি ছিল, আদালতের মাধ্যমে রোদ্রিগেসকে সরিয়ে দিলে ফিফার নিষেধাজ্ঞায় পড়বে ব্রাজিল। ফলে ব্রাজিল ফুটবলে আর অংশ নিতে পারবে না, তাতে ভাবমূর্তি নষ্ট হবে দেশের। এ কারণে তিনি রদ্রিগেসকে আগের পদে ফেরানোর রায় দেন।
মূলত এ কারণেই ফিফা থেকে নিষিদ্ধ হওয়ার শঙ্কা জেগেছিল ব্রাজিলের। তবে এদনালদোকে ফেরানোয় সে শঙ্কা আর থাকছে না দলটির।