ভারতে মাথায় বল লেগে ক্রিকেটারের মৃত্যু
মাথায় বলের আঘাত, এরপর খেলোয়াড়ের মৃত্যু। ক্রিকেট মাঠ এমন ট্র্যাজিক ঘটনার সাক্ষী হয়েছে আগেও। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে বোলার শন অ্যাবটের বাউন্সারে বল মাথায় লেগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফিল হিউজ, এরপর আর ফেরেননি মাঠে, চলে যান না ফেরার দেশে।
এবার ভারতের মাঠও দেখল এমন দৃশ্যের অবতারণা। খেলা চলার সময় ক্রিকেটার জয়েশ সওয়ালার মাথায় এসে লাগে বল, এরপর হাসপাতালে নিয়ে গিয়েও আর বাঁচানো যায়নি খেলোয়াড়কে। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে।
মুম্বইয়ের মাতুঙ্গার দাদকর ময়দানে চলছিল কাচ্চি বিসা ওসওয়াল বিকাশ লেজেন্ড কাপের খেলা। টি-টোয়েন্টি ফরম্যাটের এই প্রতিযোগিতা আয়োজিত হয় পঞ্চাশোর্ধ্ব ক্রিকেটারদের নিয়ে। একই মাঠে চলছিল দু’টি ক্রিকেট ম্যাচ। পাশাপাশি দাঁড়িয়ে খেলছিলেন দু’দলের ক্রিকেটারেরা। দুর্ঘটনাটা ঘটল তখনই।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, জয়েশ যে ম্যাচে খেলছিলেন, তার উল্টো দিকে চলছিল আরও একটি ম্যাচ। সেই ম্যাচের ব্যাটারের দিকে পিছন ফিরে ফিল্ডিং করছিলেন জয়েশ। এমন সময় ওই ব্যাটারের একটি শট সোজা এসে লাগে জয়েশের কানের নীচে। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
বিকাশ লেজেন্ড কাপ দীর্ঘ দিন ধরেই চলছে। মুম্বইয়ে খেলার মাঠের অভাব। তাই একই মাঠে দু’টি করে ম্যাচ আয়োজন করা খুবই স্বাভাবিক। এ ক্ষেত্রেও আয়োজকেরা তাই করেছিলেন। অতীতেও দু’টি ম্যাচ একসঙ্গে চলাকালীন দুর্ঘটনা ঘটেছে। কিন্তু মৃত্যুর ঘটনা এই প্রথম হল বলে জানিয়েছেন আয়োজকেরা।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত্যুর একটি অভিযোগ দায়ের করেছে তারা। জয়েশের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু ইচ্ছাকৃত আঘাত বা কোনও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়নি। পরে পরিবারের হাতে জয়েশের মৃতদেহ তুলে দেওয়া হয়।