ভারতের বিপক্ষে সেরা ‘অস্ত্রকে’ পাচ্ছে না আফগানরা

  • নিউজরুম এডিটর
  • ০৪:৩৫ পিএম | ১০ জানুয়ারি, ২০২৪

টি-টোয়েন্টিতে সময়ের সেরা বোলারদের একজন হিসেবে বিবেচনা করা হয় রশিদ খানকে। তার লিগ স্পিন প্রতিপক্ষের ব্যাটারদের কাছে রীতিমতো আতঙ্কের নাম। সঙ্গে ব্যাট হাতেও বেশ কার্যকরী এই আফগান তারকা। সব মিলিয়ে আফগান ক্রিকেটের সেরা অস্ত্রই বলা যায় তাকে। তবে এবার সেই সেরা অস্ত্রকে ছাড়াই শক্তিশালী ভারতের বিপক্ষে নামতে হচ্ছে আফগানিস্তানকে। আগামীকাল থেকে শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।

রশিদ সবশেষ ভারত বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে রয়েছেন। পিঠের চোট সারাতে অস্ত্রোপচারও করিয়েছেন। ফলে খেলতে পারেননি বিগ ব্যাশ লিগ ও এসএ টি২০ লিগ। তবে ধারণা করা হয়েছিল ভারত সিরিজ দিয়ে ফিরবেন তিনি। তবে শেষ পর্যন্ত সেটিও সম্ভব হচ্ছে না। আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরান নিশ্চিত করেছেন বিষয়টি।

ম্যাচের আগে রশিদের খেলা নিয়ে ইব্রাহিম বলেন, ‘সে পুরোপুরি ফিট নয়। তবে দলের সঙ্গে রাখা হয়েছে তাকে। আমরা আশা করি সে তাড়াতাড়ি ফিট হয়ে যাবে। সে ডাক্তারের পরামর্শে পুনর্বাসন চালিয়ে যাচ্ছে। যদিও আমরা তাকে সিরিজে মিস করব।’

সেরা অস্ত্র রশিদ না থাকায় ভারতের বিপক্ষে তাদের মাটিতে ম্যাচ যে কঠিন হবে সেটা মানছেন ইব্রাহিম, ‘রশিদকে ছাড়া, আমরাদের অনেক লড়াই করতে হবে। কারণ তার অভিজ্ঞতা আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে এটি ক্রিকেট এবং আপনাকে যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।’

রশিদ না থাকায় এই সিরিজে লেগস্পিনে বাড়তি দায়িত্ব নিতে হবে কায়েস আহমেদকে। সঙ্গে নূর আহমেদ ও মুজিব উর রহমানদের হতে হবে আরও বেশি দায়িত্ববান। তবে মূল ভূমিকাটা থাকবে কায়েসের ওপরই। কেননা, সবশেষ সংযুক্ত আরব আমিরাতে ১১.১৬ গড়ে ৬.৭০ ইকোনমিতে ৬ উইকেট তুলেছেন তিনি। হয়েছেন সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার।

আগামীকাল বৃহস্পতিবার মোহালিতে মাঠে গড়াবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ইন্দোর এবং ব্যাঙ্গালুরুতে আগামী ১৪ ও ১৭ জানুয়ারি।

খেলার দুনিয়া | ফলো করুন :