সৌদি যাওয়ার কথা শুনেই চটলেন ওসিমেন

  • নিউজরুম এডিটর
  • ০৫:৫৫ পিএম | ১০ জানুয়ারি, ২০২৪

স্বপ্নের পুরুষ বলতে যা বুঝায়। নাপোলি সমর্থকদের কাছে ভিক্টর ওসিমেন অন্তত তেমনই একজন। যার হাত ধরে ৩৩ বছরের অপেক্ষার অবসান হয়েছে দলটির সমর্থকদের। ওসিমেনের হাত ধরে গত মৌসুমে দলটি জেতে ক্লাবটির ইতিহাসের তৃতীয় সিরি আ লিগ শিরোপা। ডিয়েগো ম্যারাডোনার ১৯৮৯-১৯৯০ মৌসুমের পর যা প্রথমবার।

উৎসবের এমন উপলক্ষের সেই মধ্যমণিকে কিনা কেড়ে নিতে চাচ্ছে সৌদি আরবের প্রো লিগের দল। ওসিমেন নিজেও নাকি টাকার লোভে নাপোলি ছাড়ার সিদ্ধান্ত নিতে চলেছেন। খবরটি ছড়িয়ে দেন ওসিমেন সতীর্থ খভিচা কোয়ারাটশেলিয়ার এজেন্ট মামুকা জুগেলি। যা নিয়েই এবার ওই এজেন্টের ওপর চটেছেন ওসিমেন। জুগেলিকে রীতিমতো গালিগালাজ করেছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

গত মৌসুমে নাপোলির হয়ে ৩১ টি গোল করেন নাইজেরিয়ান এই তারকা। জেতেন বর্ষসেরা আফ্রিকান ফুটবলের মুকুট। ছিলেন ব্যালন ডি’অর জয়ীদের মনোনয়নের সংক্ষিপ্ত তালিকাতেও। স্বাভাবিকভাবেই তাই তার দিকে নজর ছিল নামীদামী সব ক্লাবগুলোর। অবশ্য বিষয়টি বুঝতে পেতে তার বেতন দ্বিগুণ করে আগামী ২০২৬ সাল পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়িয়েছে নাপোলি।

এরপরও নাকি নাপোলি ছাড়বেন ওসিমেন। আসন্ন দলবদলে প্রায় ১১৫ মিলিয়ন পাউন্ডে নাম লেখাবেন সৌদির ক্লাব আল হিলালে। তাকে নিয়ে এমন খবরই দিয়েছিল জুগেলি। বলেন, ‘ভিক্টর ওসিমেন একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। আমি আপনাকে বলে দিচ্ছি, তিনি আগামী গ্রীষ্মে সৌদি আরব যাবেন। যদিও নাপোলি তার বেতন বাড়িয়েছে। কিন্তু তার জায়গায় খভিচাকে যদি এক বিলিয়ন পারিশ্রমিকও প্রস্তাব করা হতো তবুও সে তা গ্রহণ করত না। কারণ সে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা বা ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে চাইত। তিনি সফল হতে চান। আর সেটি তিনি পেরেছেনও। বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের মধ্যে তিনি রয়েছেন।’

জুগেলির এমন মন্তব্য নিতে পারেনি ওসিমেন। তিনি লিখেছেন, ‘প্রিয় মামুকা জুগেলি, তুমি একজন নোংরা লোক এবং যার কাজ অপমান করা। আমি তোমার যুক্তিবোধে বিব্রত। বোকা ..ভবিষ্যৎতে আমার নাম মুখে নেওয়া থেকে বিরত থাকবে।’

খেলার দুনিয়া | ফলো করুন :