৮ বছরের জেল লামিচানের

  • নিউজরুম এডিটর
  • ০৭:১৫ পিএম | ১০ জানুয়ারি, ২০২৪

বয়সটা মোটে ২৩। এই বয়সে খেলে ফেলেছেন বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগ। নেপালের তরুণ ক্রিকেটারদের কাছে হয়ে উঠেছিলেন আইডল। ২২ গজে যেভাবে ছুটছিলেন সন্দীপ লামিচান; তাতে এভারেস্ট ছোঁয়ার কথা ছিল তার। কিন্তু কোথায় কি, ধর্ষণের দায়ে এখন জেল হাজতে যেতে হচ্ছে তাকে।

ছোট ক্যারিয়ারে মুদ্রার উল্টো পিঠটাও খুব দ্রুতই দেখতে হয়েছে লামিচানকে। দেখতে হয়েছে বলতে তিনি নিজেই সেটা টেনে এনেছেন। নয়তো তার লেগ স্পিন সামলাতে যেখানে হিমশিম খাচ্ছিল বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা। যেভাবে দেশকে সম্মান এনে দিচ্ছিলেন তিনি। হয়ে উঠেছিলেন তরুণদের কাছে এক আদর্শের নাম। সেই তিনি কেনই বা এমন পাপ করতে যাবেন। তাও ধর্ষণের মতো চরম ঘৃণিত কাজ। সেটাও বা আবার এক নাবালিকাকে।

পাপ করলে শাস্তি পেতেই হয়। সেই শাস্তিটা দীর্ঘদিন ধরেই পাচ্ছেন লামিচান। যেই সমর্থকরা তার খেলা দেখার জন্য মাঠে আসত, সেই সমর্থকরা তাকে দলে রাখায় খেলায় দেখতে আসে না। রাস্তায় আন্দোলন হয় তাকে দলে না রাখার জন্য। বেনার ফেস্টুন উঁচিয়ে আইসিসিকে বলা হয় এই ঘৃণিত ব্যক্তিকে নিষিদ্ধ করতে। দর্শকদের কাছ থেকে এমন নিন্দা পাওয়ার পরও পাপ মোচন হয়নি লামিচানের। এবার তাকে সবচেয়ে কঠিন শাস্তিটা দিয়েছে নেপালের আদালত।

বুধবার কাঠমান্ডু জেলা আদালত ধর্ষণের দায়ে আট বছরের কারাদণ্ড দিয়েছে লামিচানকে। সঙ্গে ৩ লাখ রুপি জরিমানা করা হয়েছে। যার সঙ্গে আরও ২ লাখ রুপি ভুক্তভোগীর ক্ষতিপূরণ হিসেবে দিতে বলা হয়েছে লামিচানকে। লামিচান হয়তো এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। কপাল ভালো থাকলে হয়তো ছাড়াও মিলতে পারে। কিন্তু তাতে কি দর্শকদের মনে জন্মানো ঘৃণা মুছতে পারবেন লামিচান।

আর যদি কপাল ভালো না হয়, লামিচানকে জেলহাজতে থাকতে হবে ৮ বছর। তখন তো ভালোবাসার ক্রিকেটটাই তাকে বিদায় জানিয়ে দেবে। কেননা, কারাগারে নিশ্চয় ব্যাট বল থাকে না।

খেলার দুনিয়া | ফলো করুন :