২২ গজে প্রাণ গেল ভারতীয় ক্রিকেটারের

  • নিউজরুম এডিটর
  • ০৮:০৫ পিএম | ১০ জানুয়ারি, ২০২৪

স্ট্রাইক প্রান্তের ব্যাটারকে অভিবাদন জানানোর পর পরই পরলোক গমন। মৃত্যুর সাথে মানুষের দূরত্ব ঠিক এতোটাই। এই ঘটনা ঘটেছে ভারতের নইদাতে। ব্যাটারের নাম বিকাশ নেগি। ৩৬ বছর বয়সী বিকাশ পেশায় একজন ইঞ্জিনিয়ার।

উত্তর প্রদেশের শহর নইদাতে একটা টুর্নামেন্টে মেভেরিকস একাদশের হয়ে ব্যাট করছিলেন উমেশ কুমার এবং বিকাশ নেগি। ব্লেজিং বুলসের হয়ে ১৪তম ওভারে লখশয় এর ৫ম বলে চার হাঁকান উমেশ। তাকে অভিবাদন জানাতে নন-স্ট্রাইক প্রান্ত থেকে ছুটে আসেন নেগি।

কিন্তু পরে আর নিজের প্রান্তে ফেরা হয়নি। পরে হাসপাতালে নিলে জানা যায় হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয় তার। চিকিৎসকরা জানিয়েছেন এর আগে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন ৩৬ বছর বয়সী বিকাশ। তবে যখন খেলছিলেন তখন তিনি সুস্থ ছিলেন।

এদিকে মুম্বাইতে মাথায় বলের আঘাত পেয়ে মৃত্যু ঘটেছে এক পঞ্চাশ ঊর্ধ্ব এক ক্রিকেটারের। মূলত মুম্বাইয়ের মাতুঙ্গার দাদকর ময়দানে চলছিল কাচ্চি বিসা ওসওয়াল বিকাশ লেজেন্ড কাপ। পঞ্চাশ ঊর্ধ্ব ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হয় টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট। একই মাঠে চলছিল দু’টি ক্রিকেট ম্যাচ। পাশাপাশি দাঁড়িয়ে খেলছিলেন দু’দলের ক্রিকেটারেরা।

তখনই এই দুর্ঘটনা। অন্য ম্যাচের ব্যাটারের মারা একটা শট গিয়ে লাগে অপর ম্যাচের ফিল্ডার ৫২-র জয়েশ সওয়ালার কানের নীচে। এরপর হাসপাতালে নিয়ে গিয়েও আর বাঁচানো যায়নি তাকে।

খেলার দুনিয়া | ফলো করুন :