আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে কোহলিকে পাচ্ছে না ভারত

  • নিউজরুম এডিটর
  • ০৯:৩২ পিএম | ১০ জানুয়ারি, ২০২৪

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ সিরিজ ভারতের। যেই সিরিজ সামনে রেখে দলে ফেরানো হয়েছিল দুই অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মাকে। তিন ম্যাচ সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায়। তবে সেই ম্যাচের আগে ধাক্কা খেয়েছে দলটি। প্রথম ম্যাচে অভিজ্ঞ বিরাট কোহলিকে পাচ্ছে না তারা। ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি।

এদিকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে রয়েছেন কোহলি। তাই ধারণা করা হচ্ছিল আসন্ন বিশ্বকাপে হয়তো খেলা হচ্ছে না তার। যদিও পরে দলে ফেরানো হয় তাকে। বিশ্বকাপের আগে এটিই একমাত্র সিরিজ হওয়ায় নিজেকে প্রমাণের শেষ সুযোগ ছিল কোহলির। তবে তার আগে ফের ধাক্কায় খেতে হলো তাকে। ব্যক্তিগত সমস্যার কারণে প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছে না তার।

প্রথম ম্যাচ মিস করলেও পরের দুই ম্যাচে কোহলিকে পাওয়ার নিশ্চয়তা দিয়েছেন দলটির কোচ রাহুল দ্রাবিড়। যা নিয়ে তিনি বলেন, ‘দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে কোহলি খেলবেন। এতদিন সে টি-টোয়েন্টিতে নিয়মিত ছিল না কারণ গত দু-তিন বছরে কয়েকটা আইসিসি ইভেন্ট ছিল। যে কারণে যথেষ্ট সময় পাওয়া যায়নি। যার ফলে নির্দিষ্ট সংস্করণ আর টুর্নামেন্টকে অগ্রাধিকার দিয়ে দল সাজিয়েছিলাম।’

খেলার দুনিয়া | ফলো করুন :