ইয়াসির রাব্বির জীবনে রিভা আনজুম

ইয়াসির রাব্বির জীবনে রিভা আনজুম

বাংলাদেশের ক্রিকেট কিছু সময়ের জন্য ভেবেছিল, এই হয়তো অবসান মারকুটে ফিনিশারের। তবে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ডানহাতি ব্যাটার ইয়াসির আলী রাব্বি। জাতীয় দলের নিয়মিত দলে নেই বেশ কয়েকদিন ধরেই। 

তবে নিজেকে ফেরাতে চালাচ্ছেন আপ্রাণ চেষ্টা। সবশেষ এশিয়ান গেমসের বাংলাদেশ দলে ছিলেন এই ২৭ বছর বয়সী ক্রিকেটার। সেখানে দলের ব্রোঞ্জ জয়ের ম্যাচে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। 

নিজ জন্মস্থান বন্দর নগরী চট্টগ্রামেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে জীবনের প্রথম ইনিংস শুরু করেছিলেন ইয়াসির, আন্তর্জাতিক ক্রিকেটে। এবার সেখানেই শুরু করলেন জীবনের দ্বিতীয় ইনিংসের। গতকাল (বুধবার) চট্টগ্রামে সারলেন নিজের বিয়ের কার্যক্রম। ইয়াসির ঘনিষ্ঠ বন্ধুদের সূত্রমতে, পাত্রীর নাম রিভা আনজুম। স্থানীয় এক ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্তব্যরত আছেন তিনি। 

তবে জীবনের নতুন ইনিংসে শুরুর দিন কয়েক বাদেই ব্যস্ত সূচিতে ফিরতে হচ্ছে ইয়াসিরকে। জাতীয় দলে নিয়মিত না হলেও ঘরোয়া ও ফ্রাঞ্চাইজি লিগে নিয়মিত মুখ এই ডানহাতি ব্যাটার। আসন্ন বিপিএলের তাকে দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স।

বিয়ে ভাগ্য বলে একটা কথা আছে, এটা রাব্বির জীবনে সত্য হয় কীনা সেটাই এখন দেখার!

সম্পর্কিত খবর