টি-টোয়েন্টি অধিনায়ক শাহিনের অগ্রাধিকার টেস্ট ক্রিকেট

টি-টোয়েন্টি অধিনায়ক শাহিনের অগ্রাধিকার টেস্ট ক্রিকেট

বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তানের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবর আজম। তার জায়গায় টি-টোয়েন্টি নেতৃত্ব বুঝে পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি। তার নেতৃত্বে প্রথম কোনো সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শাহিনের দল। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামীকাল দুপুর ১২টা ১০ মিনিটে। তার আগে সংবাদ সম্মেলনে হাজির হয়ে শাহিন জানালেন তার অগ্রাধিকার টেস্ট ক্রিকেট। অবশ্য এমনটি বলার কারণও আছে।

কদিন আগে শেষ হওয়া অস্ট্রেলিয়া সফরে তিনটি টেস্ট খেলেছে পাকিস্তান। সিরিজের প্রথম দুটি ম্যাচ হারার পরও তৃতীয় ম্যাচে মাঠে দেখা যায়নি দলটির তারকা পেসার শাহিন আফ্রিদিকে। যা নিয়ে তখন হয়েছিল তুমুল আলোচনা। প্রশ্ন উঠেছিল শাহিনের টেস্ট আগ্রহ নিয়ে। সংবাদ সম্মেলনে তাই তাকে পেয়ে টেস্ট আগ্রহের বিষয়েও প্রশ্ন করা হয়। একই সঙ্গে জানতে চাওয়া হয়েছিল কোনো চোট আছে কিনা। উত্তরটা অবশ্য বেশ দক্ষতার সঙ্গেই দিয়েছেন শাহিন।

বলেন, ‘আমি সম্পূর্ণ ফিট আছি। কোনো সমস্যা নেই। তবে প্রথম দুই টেস্টে আমি একটু বেশি বোলিং করেছিলাম তাই স্বাভাবিকভাবেই ক্লান্তি ছিল। আর সে কারণে টিম ম্যানেজমেন্ট এবং মেডিকেল প্যানেল ইনজুরির ঝুঁকি এড়াতে চেয়েছিল। এমনকি যদি সিরিজ জয়ের সুযোগ থাকত তবে, আমি খেলতাম কারণ দেশ আগে। তাছাড়া আমার অগ্রাধিকার সবসময় টেস্ট ক্রিকেট।’

চলতি বছরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। যেখানে প্রথমবারের মতো ২০টি দল অংশ নেবে। সেই বিশ্বকাপের আগে সবমিলিয়ে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। সেখানে কি এই দলটাকেই খেলানো হবে নাকি এরমধ্যে অনেককেই বাজিয়ে দেখা হবে; আর ওপেনিংয়েই বা কাকে দেখা যাবে। এমন প্রশ্নও ছিল নতুন অধিনায়কের কাছে।

উত্তরে তিনি বলেন, ‘বাবর এবং রিজওয়ান সবসময় পাকিস্তানের সেরা ওপেনিং জুটি। বিশ্বকাপের আগে আমাদের ১৭ টি ম্যাচ আছে। যেখানে সমন্বয় করে দেখা হবে কোন খেলোয়াড় কোন পজিশনে ফিট। কিছু পরিবর্তন হতে পারে, নাও হতে পারে। তবে চেষ্টা থাকবে ইংল্যান্ড সফরের আগে টিম কম্বিনেশন তৈরি করা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে চারটি টি-টোয়েন্টিতে আমাদের সেরা প্লেয়িং একাদশ জানা উচিত।’

সম্পর্কিত খবর