ইংলিশ কাউন্টি লিগে দল কিনছে আইপিএলের দল দিল্লি

ইংলিশ কাউন্টি লিগে দল কিনছে আইপিএলের দল দিল্লি

আইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর একটি। যেখানে খেলতে মুখিয়ে থাকে বিশ্বের প্রায় সব ক্রিকেটাররাই। সেই জনপ্রিয়তা কাজে লাগিয়ে দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর বেশিরভাগই আইপিএলের দলগুলোর মালিকানাধীন।

এবার সেই গণ্ডিটা আরও বাড়ছে তাদের। ইংল্যান্ডের কাউন্টি লিগে দল কিনছে আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। কাউন্টি লিগের দল হ্যাম্পশায়ারের মালিকানা কেনার পথে রয়েছে দলটি। হ্যাম্পশায়ারের সাবেক চেয়ারম্যান রড ব্রান্সগ্রোভের থেকে এই মালিকানা বুঝে নেয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক জিএমআর গ্রুপ।

ব্রান্সগ্রোভ দীর্ঘ ২৩ বছর দায়িত্ব পালন করে গত বছর ক্লাবটির দায়িত্ব ছাড়লেও তার অধীনে ক্লাবটির ৬০ শতাংশ মালিকানা। তার সেই অংশই কিনতে চলেছে দিল্লি ক্যাপিটালস। অবশ্য এর আগেও আইপিএলের দল রাজস্থান র‌্যায়ালসের সঙ্গে অংশীদারিত্ব শেয়ার করেছে দলটি। ২০১০ থেকে ২০১৩ সালে হ্যাম্পশায়ার রয়্যালস হিসাবে ইংল্যান্ডে টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিয়েছে দলটি।

ইংল্যান্ডে দল কেনার পেছনে যুক্তি হিসেবে বলা হচ্ছে, সেখান থেকে প্রচুর ক্রিকেটারের সার্ভিস পেতে পারে দিল্লি ক্যাপিটালস। যারা আইপিএলসহ দলটির মালিকানায় থাকা বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাজি লিগে দলটিকে সাফল্য এনে দিতে ভূমিকা রাখতে পারে। আইপিএলে ছেলে ও মেয়ে দুটোতেই দল আছে দিল্লির। এছাড়াও যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে সিয়াটল অরকাসের শেয়ারের পাশাপাশি আরব আমিরাতের দুবাই ক্যাপিটালসের মালিক তারা।

সম্পর্কিত খবর