ওসাসুনাকে হারিয়ে ফাইনালে বার্সা
লিগ টেবিলে নিজেদের অবস্থান তিনে, আর প্রতিপক্ষ ওসাসুনার ১২। জয়টা প্রত্যাশিতই ছিল বার্সেলোনার। প্রথমার্ধে না পারলেও দ্বিতীয়ার্ধে অন্তত বার্সেলোনা খেলেছে কিছুটা ফেভারিটের মতোই। দুই গোল করেছে, একটি রবার্ট লেভান্ডভস্কি আর অন্যটা লামিন ইয়ামাল। তাতেই ২-০ গোলে ওসাসুনাকে হারিয়ে বার্সা চলে গেছে সুপারকোপা দে এস্পানার ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।
রিয়াদের আল আউয়াল পার্ক স্টেডিয়ামের প্রথমার্ধটায় দুই দলই লড়েছে সমানে সমানে। শুরুর ২০ মিনিট তো পরিস্থিতিটা ছিল এমন, একটা শট বার্সেলোনা নেয় তো অন্যটা নেয় ওসাসুনা।
রবার্ট লেভান্ডভস্কির সামনে সুযোগ এসেছি একাধিক গোলের, তবে বাজে ফর্মের সঙ্গে লড়তে থাকা পোলিশ এই ফরোয়ার্ড একটা শট মেরেছেন গোলরক্ষকের হাতে, অন্যটা লক্ষ্যের অনেক বাইরে দিয়ে। সঙ্গে সার্জি রবার্তো, ইলকায় গুন্দোয়ানরাও সুযোগ হারিয়েছেন হেলায়। এর মধ্যে আবার বার্সা গোলরক্ষক ইনিয়াকি পেনাকে দিতে হয়েছে একাধিক সেভ। ফলে গোলের দেখা মেলেনি প্রথমার্ধে।
বার্সা তাদের স্বস্তির গোলের দেখা পায় গিয়ে ম্যাচের বয়স ঘণ্টার কাটা ছোঁয়ার একটু আগে। ইলকায় গুন্দোয়ানের বাড়িয়ে দেওয়া বল বক্সের ভেতর পেয়ে তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে করা নিচু শটে বলটা ওসাসুনার জালে জড়ান লেভা।
এরপর ওসাসুনা গোলের জন্য হন্যে হয়ে ঘুরে ফিরেছে। তবে গোলের দেখা পায়নি শেষমেশ। উলটো শেষ সময়ে বার্সেলোনা পেয়ে যায় আরও এক গোল। অতিরিক্ত সময়ে জোয়াও ফেলিক্সের বাড়ানো বল নিয়ে বক্সের ভেতর এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দূরের পোস্টে শট করেন লামিন ইয়ামাল। বার্সেলোনার জয়টা নিশ্চিত হয়ে যায় তখনই।
তাতে গেল মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা আরও একবার নিশ্চিত করে ফেলে বার্সা। তাদের ট্রফি কেসে স্প্যানিশ সুপার কাপ শিরোপার সংখ্যাটা ১৪, সেটা নিশ্চয়ই রোববার ১৫তে উন্নীত করতে চাইবেন কোচ জাভি!