করোনাক্রান্ত স্যান্টনারকে ছাড়াই পাকিস্তানের মুখোমুখি কিউইরা

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:৩০ পিএম | ১২ জানুয়ারি, ২০২৪

সিরিজ শুরু হতে আর অর্ধেক দিনও বাকি নেই, ঠিক এমন সময় এসে নিউজিল্যান্ড শুনল এক দুঃসংবাদ। অলরাউন্ডার মিচেল স্যান্টনার আক্রান্ত হয়েছেন করোনায়। যার ফলে তাকে ছাড়াই আজ পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে নিউজিল্যান্ড। 

গতকাল থেকে শরীরে মৃদু উপসর্গ ছিল স্যান্টনারের। করোনা পরীক্ষা করে দেখা যায় তার শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি আছে। সঙ্গে সঙ্গে তাকে দল থেকে আলাদা করে দেওয়া হয়, পাঠানো হয় কোয়ারেন্টাইনে। তিনি আজ খেলছেন না, পরের ম্যাচগুলোও মিস করতে যাচ্ছেন। হ্যামিল্টনে নিজ বাড়িতেও তাকে যেতে হবে একা একাই। 

তাকে ছাড়াই আজ ইডেন পার্কে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেমেছে নিউজিল্যান্ড। দলে ফিরেছেন কেন উইলিয়ামসন। এদিকে পাকিস্তান গত রাতেই তাদের একাদশ জানিয়ে দিয়েছিল। এই সিরিজ দিয়ে একাদশে ফিরেছেন পাক উইকেটরক্ষক আজম খান। এছাড়াও অভিষেক হচ্ছে উসামা মীর আর আব্বাস আফ্রিদির।

নিউজিল্যান্ড একাদশ– ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (wk), কেন উইলিয়ামসন (c), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, অ্যাডাম মিল্ন, ম্যাট হেনরি, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।

পাকিস্তান একাদশ– মো. রিজওয়ান, সাইম আয়ুব, বাবর আজম, ফখর জামান, ইফতিখার আহমেদ, আজম খান (উইকেটরক্ষক), আমির জামাল, উসামা মীর (অভিষেক), শাহীন আফ্রিদি (অধিনায়ক), আব্বাস আফ্রিদি (অভিষেক), হারিস রউফ।

খেলার দুনিয়া | ফলো করুন :