৪১৭ দিন পর ফিরেই উইলিয়ামসনের ফিফটি
২০২২ সালের ২০ নভেম্বর সবশেষ টি-টোয়েন্টি ম্যাচটা খেলেছিলেন কেন উইলিয়ামসন। এরপর একাধিক চোট তাকে আর নামতে দেয়নি ক্রিকেটের ক্ষুদ্রতর ফরম্যাটে।
তবে সব বাঁধা পেরিয়ে আজ আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে নেমেছেন তিনি। আর ফেরাটা তিনি রাঙিয়েছেনও রাজসিকভাবে। দারুণ এক ফিফটি করেছেন, জানান দিয়েছেন এই ফরম্যাটটায় না নামলেও রান করা ভোলেননি তিনি। তার ফিফটিই পাকিস্তানের বিপক্ষে আজ নিউজিল্যান্ডের ২২৬ রানের পাহাড়ের পথ গড়ে দিয়েছে।
তিনি যখন উইকেটে এলেন, তখন নিউজিল্যান্ড রানের খাতাও খোলেনি। বিদায় নিয়েছেন ডেভন কনওয়ে। শাহিন আফ্রিদির শুরুর ওভারটা দেখে শুনে পার করে দিলেন। এরপর থেকে নিউজিল্যান্ড ইনিংসের এক প্রান্ত আগলে দাঁড়িয়ে ছিলেন তিনি। অপর দিক থেকে ফিন অ্যালেন হোক বা ড্যারিল মিচেল, হাত খুলে খেলার স্বাধীনতাটা পেয়েছেন তাই।
উইলিয়ামসনের এই ইনিংস অবশ্য একেবারে নিষ্কলুষ নয়। ৯ রানের মাথায় জীবন পেয়েছেন বাবর আজমের হাতে ক্যাচ তুলে দিয়েও। ৩৯ রানে আরও একবার, এবার তাকে উপহারটা দিয়েছেন ইফতিখার আহমেদ।
দুই জীবনের সুযোগটা কাজে লাগিয়েছেন উইলিয়ামসন। তুলে নিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৮তম ফিফটি। ওপাশে ফিন অ্যালেন শুরুতে ২০০র বেশি স্ট্রাইক রেটে করেছেন ৩৪, তার বিদায়ের পর মিচেল করেছেন ২৭ বলে ৬১। শেষ দিকে গ্লেন ফিলিপস মার্ক চ্যাপম্যানরাও হাত খুলেই খেলেছেন। তাই ২২৬ রানের পাহাড় দাঁড় করিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানের ইতিহাসে এক ইনিংসে এত বেশি রান হজমের নজির নেই আর একটিও। জিততে হলে তাই রেকর্ড গড়েই জিততে হবে এখন বাবর আজমদের।