ধোনি মন্ত্রই দুবের সাফল্যের চাবিকাঠি

  • নিউজরুম এডিটর
  • ০৬:৩৯ পিএম | ১২ জানুয়ারি, ২০২৪

সর্বকালের সেরা ফিনিশারদের তালিকা করলে সেখানে অবধারিতভাবেই থাকবেন মহেন্দ্র সিং ধোনি। ঠাণ্ডা মাথায় পরিস্থিতিতে বুঝে ম্যাচের ফল নিজেদের পক্ষে টানার এক বিশেষ ক্ষমতা আছে তার। বলের সঙ্গে রানের ব্যবধান বেশি হলেই যেখানে তালগোল পাকিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন বাকিরা। সেখানে ধোনি হাঁটেন ভিন্ন পথে।

নিয়মিত সিঙ্গেল আদায়ের সঙ্গে বল ও পরিস্থিতি বুঝে বাউন্ডারি হাঁকান। একটু একটু করে ম্যাচটা নিজেদের পক্ষে টানতে থাকেন। সেই মন্ত্রণাই ধোনি শিখিয়েছেন তারই আইপিএল সতীর্থ শিবম দুবেকে। যেই মন্ত্র কাজে লাগিয়েই গতকাল আফগানদের বিপক্ষে দারুণ এক জয় এনে দিয়েছেন দুবে। আফগানদের বিপক্ষে কঠিন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে খেলেছেন ৪০ বলে ৬০ রানের হার না মানা এক ইনিংস। দলকে জিতিয়েছেন ৬ উইকেট ও ১৫ বল হাতে রেখে। নিজে হয়েছেন ম্যাচসেরা। আর জানিয়েছেন তার সাফল্যের রহস্য।

সবশেষ দুই মৌসুমেই ধোনির দল চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন দুবে। সেখানে বেশিরভাগ সময় তার ব্যাট করতে হয়েছে ধোনির সঙ্গে। তাই খুব কাছ থেকে দেখেছেন কীভাবে পরিস্থিতি বুঝে ব্যাট করতে হয়। কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে জুটি গড়ার সুযোগটা কাজেও লাগিয়েছেন দুবে। প্রতিনিয়ত কথা বলেছেন, বুঝার চেষ্টা করেছেন কখন কি করতে হবে। আফগানদের বিপক্ষেও সেটা কাজে লাগিয়েছেন বলে জানান দুবে।

বলেন, ‘আমি খেলা শেষ করার বিষয়ে ধোনির কাছ থেকে যা শিখেছি তা বাস্তবায়ন করতে চেয়েছিলাম। ম্যাচে আমি মাহি ভাইয়ের সাথে কথা বলতে থাকি। তিনি আমাকে বলেন কিভাবে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করতে হয়। তিনি আমাকে ২-৩টি টিপস দিয়েছেন। যা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমি মনে করি তার এই উপদেশ টি-টোয়েন্টিতে একজন ব্যাটারের রান তাড়া করার সময় বেশ গুরুত্বপূর্ণ। আর আজ আমি এটি দলের জন্য করতে পেরে খুব খুশি।’

চলতি বছরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপের আগে এটিই ভারতের শেষ সিরিজ। যেখানে চোটের কারণে খেলতে পারেননি হার্দিক পান্ডিয়া। তার জায়গাতেই ব্যাক-আপ হিসেবে ভাবা হচ্ছে দুবেকে। সেই প্রতিদান প্রথম ম্যাচেই দিয়েছেন দুবে। তবে পান্ডিয়ার জায়গায় খেলতে হলে যে আরও পরিণত হতে হবে সেটাও বুঝেন দুবে।

বলেন, ‘দিনটি আমার জন্য খুব স্পেশাল কারণ আমি অনেক দিন পর ভারতীয় দলে ফিরেছি। ইনিংসটা গুরুত্বপূর্ণ ছিল। ধোনি এবং রোহিত দুজনেই আমাকে উপরের দিকে ব্যাট করার অনুমতি দেয়। তবে আমাকে আরও অনেক কাজ করতে হবে। আমি জানি তারা আমাকে সমর্থন করবে। কাজেই আমি চাইব যেন আরও ভালো করতে পারি। আর এই ইনিংসটি আমাকে অনেক বেশি ইতিবাচক ভাবতে সাহায্য করবে।’

খেলার দুনিয়া | ফলো করুন :