সৌরভের বায়োপিকে মূল চরিত্রে আয়ুষ্মান
সৌরভের বায়োপিকের অপেক্ষায় তার ভক্তরা বসে আছে দীর্ঘদিন ধরেই। এমনটাও শোনা গিয়েছিল যে গেল বছরের ডিসেম্বরে শুরুও হয়েছে সিনেমার শুটিং। কিন্তু এরপর থেমে গেছে বায়োপিকের কাজ। তবে নতুন বছরের শুরুতেই শোনা গেল গরম খবর।
জানা গেছে যে, সৌরভের বায়োপিকের কাজ এবার বেশ জোরেশোরেই শুরু হয়েছে। যেখানে কেন্দ্রীয় চরিত্রে থাকবেন বলিউডের ভার্সেটাইল অ্যাক্টর আয়ুষ্মান খুরানা। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও শোনা যাচ্ছে যে এই সিনেমার পরিচালনা করতে পারেন রজনীকান্ত কন্য়া ঐশ্বর্য।
তবে বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী, সৌরভের বায়োপিকের জন্য প্রযোজক লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গের সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে পরিচালক বিক্রম আদিত্য মোটওয়ানির।
উড়ান, লুটেরা-র মতো সিনেমা পরিচালনা করেছেন বিক্রম। তবে আয়ুষ্মান এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি এই ছবির জন্য। তবে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে। শীঘ্রই সৌরভের বায়োপিকের প্রস্তুতিতে নামবেন সময়ের অন্যতম প্রতিভাবান এই অভিনেতা। শ্যুটিং শুরুর আগে মাস কয়েক প্রস্ততি নিতে হবে আয়ুষ্মানকে। ২০২৪-এর দ্বিতীয়ার্ধে শুরু হতে পারে ছবির শ্য়ুটিংয়ের কাজ।
এই প্রসঙ্গে গত সেপ্টেম্বরে আয়ুষ্মান জানিয়েছিলেন- 'এখন আমি কিছুই বলতে চাই না। আমাদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হয়, যখন যা ঘটবে তখন জানতে পারবেন।‘
বাঙালিদের কাছে সৌরভ গাঙ্গুলী শুধু একজন ক্রিকেটার নয়, বরং সৌরভ একটা আবেগের নাম। ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র তিনি। শুধু ২২ গজে নয়, মাঠের বাইরেও দাদাগিরি দেখিয়ে বেড়িয়েছেন ভারতের এই সাবেক ব্যাটার। প্রিয় ব্যক্তিত্বের রঙিন জীবন উঠে আসবে বড়পর্দায়, সেই অপেক্ষায় দিন গুনছেন তার কোটি কোটি ভক্তরা।