বিপিএল শুরুর আগে তোপের মুখে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
বিপিএলের শুরু থেকে একটা সমস্যা যেন নিয়মিত। খেলোয়াড়দের পাওনা পরিশোধ না করা। সে কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন ফ্র্যাঞ্জাইজি হারিয়েও গেছে।
নতুন আসর দুয়ারে কড়া নাড়ছে। ঠিক এই সময়ে এসে আবারও সে পুরোনো বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। এবার তোপের মুখে পড়া দলটা হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
অভিযোগ তুলেছেন গেল মৌসুমে দলটির হয়ে খেলা ওপেনার অভিষেক মিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে মেনশন দিয়ে সেখানে তার ক্ষোভ ঝেড়েছেন তিনি।
শুক্রবার রাতে এক পোস্টে তিনি বলেন, ‘চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এখনো আমার গেল বিপিএলের অর্থ পরিশোধ করেনি। আমরা নিজেদের ভবিষ্যৎ গড়তে আর অর্থের জন্য খেলি। কিন্তু এমন কিছু দল আছে, যারা আমাদের পাওনা অর্থ পরিশোধ করে না, তারিখের পর তারিখ দিতেই থাকে…’
রাজশাহীর এই ওপেনিং ব্যাটার জানান, দলে এমন আরও অনেক খেলোয়াড় আছে, যারা পাওনা অর্থ পায়নি এখনো। তবে সবাই চুপ করে আছে। সে বিষয়টিও সে স্ট্যাটাসে সামনে আনেন।
তিনি বলেন, ‘বেশিরভাগ খেলোয়াড়ই এখনো চুপ করে আছে, এ বিষয়ে কথা বলছে না। তবে আমি যখন অপারেশন্স ম্যানেজারকে নক দেই, সে এ বিষয়টা এড়িয়েই যায়, আর আমাকে ভুয়া তারিখ দিতে থাকে।’