বিশ্বকাপের আগে বাংলাদেশ সফর, বেশ আগ্রহী অস্ট্রেলিয়া
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া দল। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজটির গুরুত্ব অনেক বেশি বলে মনে করছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া দলের নির্বাচক শন ফ্লেলার বলেছেন, ‘আমরা এই সিরিজে বাংলাদেশের বেশ কয়েকটি ভেন্যু পেয়েছি যেখানে বিশ্বকাপ খেলা হবে, তাই এই সফরের সময় উইকেটে কীভাবে খেলা হবে সে সম্পর্কে আমরা জানতে পারব।‘
বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। তাই বড় টুর্নামেন্টের আগে এখানে দ্বিপাক্ষিক সিরিজ খেলে পিচ সম্পর্কে ধারণা নিতে চায় অস্ট্রেলিয়া দল। কারণ বর্তমান অস্ট্রেলিয়া স্কোয়াডে বাংলাদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা নেই বেশিরভাগ ক্রিকেটারেরই।
এর আগে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া, যেটিতে শিরোপাও তুলে নিয়েছিল তারা। সেই স্কোয়াডের চার সদস্য বর্তমান দলেও রয়েছেন, অ্যালিসা হিলি, এলিস পেরি, বেথ মুনি এবং জেস জোনাসেন। তাদের অভিজ্ঞতা পুরো দলের ওপর প্রভাব ফেলবে বলে ধারণা করছে অস্ট্রেলিয়ান কোচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া কিছু বাড়তি ম্যাচ আয়োজনের ব্যাপারেও আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছেন ফ্লেলার। বর্তমানে বাংলাদেশ সফরের পর বিশ্বকাপ টুর্নামেন্ট পর্যন্ত তাদের সূচিতে কোনো ম্যাচ নেই। তাই অতিরিক্ত কিছু ম্যাচের আয়োজন করা গেলে দলের জন্যই সেটা লাভজনক হবে বলে জানিয়েছেন তিনি।