জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে নাকভির ৩০০
আন্তুম আমির নাকভি। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের জন্ম বেলজিয়ামে, তবে বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায়। পেশায় একজন পাইলট হলেও আপাতত নাকভির মনোনিবেশ ক্রিকেটে। বর্তমানে তিনি খেলছেন জিম্বাবুয়ের প্রথম শ্রেণির ক্রিকেটে। সেখানে নিজের প্রথম আসরেই সাড়া ফেলেছিলেন নাকভি। প্রথম দুই ম্যাচেই করছিলেন সেঞ্চুরি।
এবার দেশটির ক্রিকেট ইতিহাসের একাধিক রেকর্ড ভাঙলেন তিনি। জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো ব্যাটার হিসেবে এক ইনিংসে ছুঁলেন ৩০০ রানের মাইলফলক। প্রথম শ্রেণির ক্রিকেটসহ জিম্বাবুয়ের স্বীকৃত যেকোনো ধরণের ক্রিকেটে এটিই প্রথম ট্রিপল সেঞ্চুরি। লোগান কাপে মিড ওয়েস্ট রাইনোজের হয়ে খেলা এই ম্যাচে অনন্য এই কীর্তি গড়েন নাকভি। এর আগে দেশটির হয়ে খেলা সাতটি প্রথম শ্রেণির ম্যাচের ৩টিতেই সেঞ্চুরি হাঁকিয়েছেন টপ-অর্ডাররের এই ব্যাটার।
নিজেদের প্রথম ইনিংসে মাটাবেলেল্যান্ড টাস্কার্স গুটিয়ে যায় কেবল ১২৮ রানে। জবাবে রাইনোজ দলীয় ৮৪ রানের মাথায় ব্যাট করতে নামে নাকভি। ম্যাচের দ্বিতীয় দিন শেষে রাইনোজের ৩ উইকেটে ৪৬১ সংগ্রহে নাকভির একারই ২৫০। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে পরের দিন একের পর এক রেকর্ড ভাঙেন তিনি।
তৃতীয় দিনে নাকভি যখন ২৬৫ রান পার করেন তখন তিনি ভাঙেন সেফাস ঝুয়াওর রেকর্ড। লোগান কাপে সর্বোচ্চ ২৬৫ রানের রেকর্ডটি ছিল তার।
নাকভি পরের রেকর্ডটি ভাঙেন ২৭৯ রানে পেরোনোর পর। ১৯৬৭-৬৮ মৌসুমে দক্ষিণ আফ্রিকার কুরি কাপে ২৭৯ রান করেছিলেন গ্রিপার। যা প্রথম শ্রেণির ক্রিকেটে জিম্বাবুয়ের কোনো ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ ছিল। সবশেষ ৩০০ রান ছুঁয়ে আরও একটি রেকর্ড নিজের করেন নেন নাকভি। প্রতিনিধিত্বমূলক ক্রিকেটে জিম্বাবুয়ের সর্বোচ্চ ইনিংসের কীর্তি ব্রায়ান ডেভিসনের, ২৯৯ রানের।
সব রেকর্ড ছাপিয়ে সবার ওপরে এখন নাকভির অপরাজিত ৩০০। যদিও আরও একটি রেকর্ড ভাঙতে পারতেন তিনি। ২০০০-০১ মৌসুমে জিম্বাবুয়ে সফরে ৩০৬ রানের ইনিংস দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন কিউই ব্যাটার। যা জিম্বাবুয়ের মাটিতে যেকোনো ব্যাটারের সর্বোচ্চ।
ম্যাচের তৃতীয় দিনে দল মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগেই ৩০০ রানে পৌঁছে যান নাকভি। ২৯৫ বল খেলে বিশাল এই ইনিংসটি সাজিয়েছেন ৩০ চার ও ১০ ছক্কার মারে। এরপরই ৩ উইকেটে ৫৩৮ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে রাইনোজ, যেই দলের অধিনায়ক নাকভি নিজেই।