ফিঞ্চের বিদায়ী ম্যাচে মেলবোর্ন ডার্বি জয় রেনেগেডসের
বিদায় বেলার আবেগ যেন ছুঁয়ে গিয়েছিল অ্যারন ফিঞ্চকে। শেষ বারের মতো ব্যাট হাতে ফিঞ্চের তাণ্ডব দেখতে মেলবোর্নে হাজির হয়েছিলেন হাজারো সমর্থক। তাদের খানিকটা নিরাশই করলেন শেষ বেলায় এসে। ফিরলেন মাত্র ৩ বল খেলে। করতে পারলেন না কোনো রান। যার মধ্যে দিয়ে শেষ হলো ক্রিকেটে ফিঞ্চের বর্ণাঢ্য ক্যারিয়ার।
তবে বিদায় বলার আগে দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে অর্জনের ঝুলিটা পূর্ণ করেই রেখে গেছেন ৩৭ বছর বয়সী এই তারকা। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে যেমন জিতেছেন বিশ্বকাপ। তেমনি সাফল্যের মুখ দেখেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও। গড়েছেন বেশ কিছু রেকর্ডও। যা দীর্ঘদিন খেলাটির সমর্থকদের মনে করিয়ে দেবে একজন ফিঞ্চ ছিল ক্রিকেটে। যে ব্যাট হাতে দাঁড়িয়ে পড়লে নাস্তানাবুদ হয়ে পড়ত বোলাররা।
ব্যাট হাতে ফিঞ্চের স্ট্যাট অন্তত সে কথায় বলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন ফিঞ্চ। ২০১৩ সালে প্রথম কোনো ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫৬ রানের ইনিংস খেলেন ফিঞ্চ। সেই রেকর্ড পরবর্তীতে ২০১৮ সালে নিজেই ভেঙেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রানের ইনিংস খেলে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
ফিঞ্চ কীর্তি এখানেই শেষ নয়। টি-টোয়েন্টিতে রান সংগ্রাহকদের তালিকায় সেরা ১০ অবস্থান তার। ১১ হাজার ৪৫৮ রান নিয়ে অবস্থান করছেন তালিকার ৭ নম্বরে। ফিঞ্চ তার ক্যারিয়ারের সোনালি সময়টা পার করেছেন ২০১২ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের সেপ্টেম্বরের মাঝে। এই সময়ে ১৮৭ ইনিংস ব্যাট করে ৬ হাজার ২২৯ রান করেছেন ফিঞ্চ। হাঁকিয়েছেন ৬টি সেঞ্চুরি ও ৪৩টি হাফ সেঞ্চুরি। গড়টাও প্রায় দেড়শ ছুঁইছুঁই।
এতসব কীর্তি যার নামের পাশে; তাকে বিদায় জানাতে আয়োজন থাকবে না তা কি করে হয়। মেলবোর্ন বাসিরাও তাকে বিদায় জানিয়েছে। মাঠে এসেছে ফিঞ্চকে নিয়ে লেখা দারুণ সব প্ল্যাকার্ড হাতে। মেলবোর্ন ডার্বিতে ৬ উইকেটে জিতে সতীর্থ ও বিপক্ষ দলের কাছ থেকেও ভালোবাসা পেয়েছেন ফিঞ্চ। যেই ভালোবাসায় হয়তো হয়ে থাকবে ফিঞ্চের আগামী দিনের পথেও।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
মেলবোর্ন স্টার: ১৩৭/৮ (হিলটন কার্টরাইট ৩৮, বেওয়া ওয়েবস্টার ২৯; আকিল হোসাইন ২/১৮, কেন রিচাডসন ২/১৭)
মেলবোর্ন রেনেগেডস: ১৩৯/৪ (শন মার্শ ৬৪*, জেক ফ্রেজার-ম্যাকগার্ক ৪২; নাথান কুল্টার-নাইল ২/২৫, জুয়েল পারিস ১/২০)
মেলবোর্ন রেনেগেডস ৬ উইকেটে জয়ী।