বিশ্বকাপে চোখ শ্রীলঙ্কার

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:৫৭ এএম | ১৪ জানুয়ারি, ২০২৪

বছরের প্রথম টি-টোয়েন্টিতে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের বছর শুরু হয়ে গেছে, তাই এখন থেকেই বিশ্বকাপে চোখ রেখে নিজেদের পরিকল্পনা সাজিয়েছে লঙ্কানরা। কী সেই পরিকল্পনা? ফিল্ডিং। আধুনিক ক্রিকেটে ব্যাটিং-বোলিংয়ের মতো সমান গুরুত্ব দেওয়া হয় ফিল্ডিংকেও। আসছে সিরিজ থেকে সেখানেই উন্নতিটা দেখতে চান লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসরাঙ্গা।

হাসরাঙ্গা নিজে উড়ছেন রীতিমতো। ছয় মাস পর ফিরেই তিনি সবশেষ ওয়ানডেতে তুলে নিয়েছেন সাত উইকেট, করেছেন ওয়ানডে ইতিহাসের পঞ্চম সেরা বোলিংটা। আজ অধিনায়ক হিসেবেও হতে যাচ্ছে তার অভিষেক।

তবে তার সামনে চ্যালেঞ্জটা বড়। শেষ কিছু দিনে শ্রীলঙ্কার আত্মবিশ্বাসের পারদ যে নিচের দিকেই নামছে ক্রমশ! লঙ্কানদের এমন পরিস্থিতির মূলে আছে সবশেষ ওয়ানডে বিশ্বকাপ। সেখানে একগাদা তারকাকে পায়নি দলটা, হাসরাঙ্গাও ছিলেন না। 

সে টুর্নামেন্টে দলের ভরাডুবির বড় একটা কারণ, দলের বাজে ফিল্ডিং। সব মিলিয়ে ৯ ম্যাচে ১৬টা ক্যাচ ফেলেছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এখানেই উন্নতিটা দেখতে চান দলের নতুন অধিনায়ক। বললেন, ‘আমি দলকে বলেছি ফিল্ডিংটা বেশ গুরুত্বপূর্ণ হবে।’

এখানেই শেষ নয়, তিনি রীতিমতো আলটিমেটামই দিয়ে দিয়েছেন সতীর্থদের। বলেছেন, ‘যত ভালোই তুমি ব্যাটিং কিংবা বোলিং কর না কেন, যদি ফিল্ডিংটা ঠিকঠাক না হয়, তাহলে দলে জায়গা পাওয়াটা তোমার বেশ কঠিন হবে। ফিল্ডিং নিয়ে কোনো ছাড় নেই।’

বিশ্বকাপকে সামনে রেখে ফিল্ডিংকেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানছেন হাসরাঙ্গা। বললেন, ‘বিশ্বকাপের আগে আমাদের হাতে পাঁচ মাস আছে। ফিল্ডিংটা আমাদের সবচেয়ে সহজ জায়গা, যেখানে আমরা আমাদের ক্রিকেটে উন্নতি করতে পারি। টি-টোয়েন্টি ক্রিকেটে জয়-পরাজয়ের পার্থক্যটা গড়ে দেয় ফিল্ডিংই।’

এই ম্যাচ দিয়ে প্রায় তিন বছর পর একাদশে ফিরতে পারেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস। অসুস্থতার কারণে ওয়ানডে সিরিজ না খেলা পাথুম নিসাঙ্কাও ফিরবেন এই ম্যাচে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তিনটি ম্যাচই হবে কলম্বোয়। আজ ১৪ জানুয়ারি প্রথম ম্যাচ, এরপর এক দিন বিরতি দিয়ে দিয়ে মাঠে নামবে দুই দল।

খেলার দুনিয়া | ফলো করুন :