শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামছে বাংলাদেশের যুবারা
আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেটিকে সামনে রেখে ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে সব দল। কার্যত পৌঁছেছে বাংলাদেশ দলও।
এর আগে জিম্বাবুয়ের সঙ্গে এক অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেললেও আজকে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে শিবলি-রাব্বিরা। লঙ্কান যুবাদের বিপক্ষে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নামবে মাহফুজুর রহমান রাব্বির দল।
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন যুবারা। সবশেষ এশিয়া কাপ জয়ের আসরে শ্রীলঙ্কাকে হারিয়েই সেমি-ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেখানে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন দলের অন্যতম ব্যাটার আশিকুর রহমান শিবলির। তাই আরও একবার এই ডানহাতি উইকেটরক্ষক ব্যাটারের নৈপুণ্য দেখার অপেক্ষায় সবাই।
আগামী ১৭ জানুয়ারি আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে ২০২০ আসরের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তার দিন দুই বাদে ২০ জানুয়ারি বিশ্বকাপের মূল পর্বে ভারতের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে নামবে শিবলি-আরিফুলরা।