সেঞ্চুরির পর এবার দেড়শ'র অপেক্ষায় রোহিত 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০১:৪৯ পিএম | ১৪ জানুয়ারি, ২০২৪

২০২৩ বিশ্বকাপে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে নিজেকে আরও একবার প্রমাণ করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সেখানে ভারতের প্রতি ম্যাচের চিত্র অনেকটা এমন ছিল, টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করে দলকে ভালো একটি শুরু এনে দিয়েছেন রোহিত, বাকি ব্যাটাররা তা বাড়িয়ে নিয়ে গেছেন বিশাল সংগ্রহে। তবে ‘হিটম্যান’ খ্যাত এই মারকুটে ব্যাটার দীর্ঘদিন ছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির বাইরে। 

৪২৭ দিন পর ঘরের মাঠে আফগান সিরিজে প্রথম ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে ফেরেন রোহিত। সেখানে ব্যাট হাতে শূন্যে ফিরলেও স্বল্প এই ফরম্যাটে জয়ের সংখ্যায় সেঞ্চুরি করেন এই ডানহাতি তারকা ব্যাটার। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০টি জয়ের অনন্য এই রেকর্ড গড়েন তিনি। 

চলতি সিরিজেই এবার আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত। সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০তম ম্যাচে নামবেন তিনি। স্বল্প এই ফরম্যাটে সবচেয়ে বেশি জয়ের পর সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও নিজের করে নিতে চলেছেন তিনি। 

রোহিতের পর দ্বিতীয় সর্বোচ্চ ১৩৪টি ম্যাচ খেলেছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং, ১২৮ ম্যাচ খেলে পরের অবস্থানে আছেন আরেক আইরিশ ক্রিকেটার জর্জ ডকরেল। 

খেলার দুনিয়া | ফলো করুন :