চশমা পরে অনুশীলনে সাকিব, বিপিএলে খেলবেন তো?

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৩:২৫ পিএম | ১৪ জানুয়ারি, ২০২৪

বিশ্বকাপের সময় চোখের সমস্যায় পড়েছিলেন সাকিব আল হাসান। এই সপ্তাহ দুয়েক আগেই বিষয়টা অকপটে স্বীকার করেছিলেন তিনি নিজে। তবে তখন তিনি জানিয়েছিলেন, সে সমস্যা কেটে গেছে অনেকটাই। কিন্তু খেলার মাঠে যেই না ফিরবেন, তখনই আবার ফিরে ফিরে আসছে সে পুরোনো সমস্যা। যা ঢাকতে সাকিব আজ মাঠে নেমে এলেন চশমা পরে। 

আজ সকালে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে দেখা মিলল অন্য এক সাকিবের। তিনি এলেন চশমা পরে। এরপর উইকেটে গিয়ে ব্যাট করলেন কিছুক্ষণ। বল দেখতে যে সমস্যা হচ্ছিল, তা বুঝা যাচ্ছিল বেশ। এক পর্যায়ে চশমা খুলে ব্যাট করতে শুরু করেন তিনি। এর কিছুক্ষণ পরই তিনি ফিরে যান মাঠের বাইরে।

বিপিএল শুরুর আগে এমন সমস্যা ফিরে আসা ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না মোটেও। স্বল্পমেয়াদী প্রক্রিয়ায় সফলতা না মিললে দীর্ঘমেয়াদী সুফল পেতে তাকে বিদেশে চোখের চিকিৎসা করতে যেতে হতে পারে। সেক্ষেত্রে তাকে বিপিএলের শুরু থেকে নাও দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

সাকিবের চোখের সমস্যাটা চোখে চোখে রাখছে বিসিবিও। দেশে ইতোমধ্যেই একবার চেক আপ করানো হয়েছে। তবে সমস্যাটা বাড়লে সেক্ষেত্রে তাকে বিদেশ যেতে হতে পারে, জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। আজ অনুশীলন শেষে তার বিসিবির কাছে রিপোর্ট করার কথা। বিপিএলে খেলবেন কি খেলবেন না, তা অনেকটাই নির্ভর করছে আজকের এই রিপোর্টের ওপর।

এদিকে সাকিবের আঙুলের চোটটা সেরে গেছে পুরোপুরি। বিশ্বকাপের পর থেকে মূলত বাইরে ছিলেন এই কারণেই। তবে তাকে মাঠে ফেরার ঠিক আগেই আবারও চোখের সমস্যার ফেরাটা আবারও ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি করেছে।

খেলার দুনিয়া | ফলো করুন :