বিপিএলের আগে হঠাৎ লন্ডন যাচ্ছেন সাকিব

  • নিউজরুম এডিটর
  • ০৬:০৬ পিএম | ১৪ জানুয়ারি, ২০২৪

সাকিব বড্ড ব্যস্ত। এমপি হওয়ার পর সেই ব্যস্ততা বেড়েছে বহু গুণে। তাতে কি অনুশীলনেও বড্ড সিরিয়াস তিনি। যেই সিরিয়াসনেসই তাকে করেছে বিশ্বসেরা। বিপিএল সামনে রেখে রংপুর রাইডার্সের অনুশীলনেও গত কদিন ধরেই দেখা গেছে সিরিয়াস সাকিবকে। চোখে খানিকটা সমস্যা দেখা দিলেও চালিয়ে গেছেন অনুশীলন। যেন ধমে যাওয়ার পাত্র নন তিনি। যে কেনো মূল্যে ব্যাটে রান চাইই চাই তার।

কিন্তু প্রশ্ন হলো এতো সিরিয়াস যেই সাকিব; সেই তিনি হঠাৎ কেন বিপিএলের মাত্র ৪ দিন আগে লন্ডনের উদ্দেশে রওনা দিচ্ছেন? স্বাভাবিকভাবেই সাকিব ভক্তদের মনে তৈরি হয়েছে প্রশ্ন; সাকিবকে বিপিএলের শুরু থেকে দেখা যাবে তো। অবশ্য সাকিব লন্ডন যাচ্ছেন চোখের চিকিৎসা করাতে। সুস্থ হয়ে মাঠে নামতে চান তিনি। যা নিশ্চিত করেছে বিসিবি।

এর আগে, সাকিব জানিয়েছিলেন বিশ্বকাপ চলাকালীনই চোখের সমস্যায় ভুগতে হয়েছে তাকে। মূলত, স্নায়ুর চাপের কারণে রেটিনার সমস্যা দেখা দিয়েছে। যার ফলে ব্যাটিংয়ের সময় বল দেখতে কিছুটা সমস্যা হচ্ছে তার। মাঝে দু দফা ভারত ও যুক্তরাষ্ট্রে চিকিৎসক দেখিয়েছেন তিনি। তবে নতুন করে ফের একই সমস্যা দেখা দেওয়ায় বিপিএলের আগেই সেটা সারাতে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

লন্ডনে যাওয়ার আগে রোববার রংপুর রাইডার্সের সঙ্গে দলীয় অনুশীলন চশমা চোখে ব্যাট করতে দেখা গেছে তাকে। হাতের চোটটাও এখন প্রায় নেই বললেই চলে। তবে নতুন করে চিকিৎসার জন্য সাকিব লন্ডনে যাওয়ায় বিপিএলের শুরু থেকে তাকে পাওয়া যাওয়া নিয়ে শঙ্কা তো থাকছেই।

খেলার দুনিয়া | ফলো করুন :