লক্ষ্য তিন বছর, স্টেডিয়াম নয় পাপনের চাওয়া উন্মুক্ত মাঠ

  • নিউজরুম এডিটর
  • ০৭:২৩ পিএম | ১৪ জানুয়ারি, ২০২৪

যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর রোববার প্রথমবারের মতো নিজ কর্মস্থলে যান নাজমুল হাসান পাপন। সেখানে নিজ মন্ত্রণালয়ে কর্মরত সকল কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হওয়ার পর দেখা করেছেন বিভিন্ন ফেডারেশনের কর্তা ব্যক্তিদের সঙ্গে। এ সময় নতুন মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ফেডারেশনগুলো। এরপর তাদের সঙ্গে বৈঠক সেরে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। জানিয়েছেন মন্ত্রী হিসেবে তার পরিকল্পনার কথা।

আগামী কিছুদিনের মধ্যে পর্যায়ক্রমে আলাদা আলাদা সকল বোর্ডের সঙ্গে বসতে চান পাপন। শোনতে চান তাদের সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা। সঙ্গে দেশ ব্যাপী খেলাধুলার ব্যাপ্তি ঘটাতে চান তিনি। তবে সেটা করতে হলে যে মাঠের প্রয়োজন সেটাও বুঝেন তিনি। আর সে কারণেই স্টেডিয়াম নির্মাণে জুর না দিয়ে বেশি করে উন্মুক্ত মাঠ বানাতে চান তিনি।

বলেন, ‘আমি স্টেডিয়াম তৈরির পক্ষে নই বরং খেলাধুলার পক্ষে। আমাদের সর্বত্র স্টেডিয়াম থাকার দরকার নেই। আমাদের ড্রেসিংরুমের মতো সুযোগ-সুবিধা সহ খোলা খেলার প্রয়োজন। যেখানে লোকেরা প্রবেশ করতে পারে এবং খেলতে পারে। আর মাঠ থাকলে খেলা হবেই।’

মন্ত্রী হিসেবে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পাপন জানান, ‘আমি প্রতিটি ফেডারেশনের সাথে আলাদাভাবে বসতে চাই এবং তাদের সমস্যাগুলি শোনতে চাই। কারণ কয়েকটি ফেডারেশনের সাথে একত্রে বসলে কাজ হবে না। নির্দিষ্ট কিছু ফেডারেশন ঠিক করতে চায়, যাদের সেই সামর্থ্য আছে বাংলাদেশকে সাফল্য এনে দেওয়ার। তারপরে আমি তাদের সেই অনুযায়ী সমর্থন করতে চাই। তবে আমি তাদের কাছ থেকে আগামী তিন বছরের পরিকল্পনা চাই। এই সময়ে কে কোথায় পৌঁছাতে চায় তা জানতে চাই। কারণ তারা যদি পাঁচ বা সাত বছরের লক্ষ্য নির্ধারণ করে তবে ফলাফল দেখা আমার পক্ষে সম্ভব হবে না।’

খেলার দুনিয়া | ফলো করুন :