বিগ ব্যাশে সহজ জয়ে চারে অ্যাডিলেড স্ট্রাইকার্স
বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছে অ্যাডিলেড স্টাইকার্স। এ জয়ে টেবিলের ৪ নম্বরে উঠে এসেছে দলটি।
আগে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি সিডনি। মাত্র ১৩ রান করেই সাজঘরের পথ ধরতে হয় ডেভিড ওয়ার্নারকে। বাকিরাও ছিলেন না রানে। শেষ পর্যন্ত ১৯.২ ওভারেই অলআউট হতে হয় সিডনিকে। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান এসেছে ওপেনার অ্যালেক্স হেলসের ব্যাট থেকে।
তাতে দলের সংগ্রহ দাঁড়ায় ১৪০ রান। স্ট্রাইকার্সের হয়ে ২২ রান খরচায় ৪ উইকেট তুলেছেন পোপ।
সহজ লক্ষ্যে স্ট্রাইকার্সরা তাদের প্রথম উইকেট হারায় ৫৭ রানে। ডি'আর্সি শর্ট ফেরেন ১৫ রানে। এরপর অবশ্য আর কোনো ভুল নয়। স্ট্রাইকার্স অধিনায়ক ম্যাথিউ শর্ট ও জেক ওয়েদারল্ড মিলে সেই লক্ষ্য টপকে যান ২৩ বল ও ৯ উইকেট হাতে রেখে।
দলের হয়ে ৪৯ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন শর্ট। অন্য প্রান্তে ওয়েদারল্ড এর ব্যাট থেকে এসেছে ৩১ বলে ৪৭ রান।