ভিনির হ্যাটট্রিকে বার্সাকে উড়িয়ে সুপার কাপ শিরোপা রিয়ালের

ভিনির হ্যাটট্রিকে বার্সাকে উড়িয়ে সুপার কাপ শিরোপা রিয়ালের

ম্যাচের আগেও রিয়ালকে রীতিমতো দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তার সেই কথাটা বোধয় ভালোভাবে নিতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। স্প্যানিশ সুপার কাপে রীতিমতো উড়িয়ে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীদের। ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিকে বার্সাকে ৪-১ গোলে ধসিয়ে ১৩ তম স্প্যানিশ সুপার কাপ শিরোপা ঘরে তুলেছে রিয়াল। যার ফলে এই টুর্নামেন্টের সর্বোচ্চ ১৪ শিরোপা জয়ী বার্সার সঙ্গে তাদের ব্যবধানটা এখন নেমে এসেছে মাত্র ১ শিরোপায়।

সৌদি আরবের আল-আউয়াল পার্কে এদিন ভিন্ন এক ভিনিকেই দেখেছে বার্সার ফুটবলাররা। যেই ভিনিকে কোনোভাবেই আটকানো যায় না। অথচ চোট সারিয়ে আসার পর থেকেই ধুঁকছিলেন ভিনি। সেই অর্থে নজর টানতে পারছিলেন না। সব হিসেবটাই যেন তুলে রেখেছিলেন বার্সার বিপক্ষে সুপার কাপের ফাইনালের জন্য। যেই শোধটাই নিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ম্যাচের ৭ মিনিটে বেলিংহ্যামের বাড়ানো বল জালে জড়িয়ে গোল উৎসবের শুরু করেন ভিনি। এর ঠিক তিন মিনিট পর ফের বল জালে জড়িয়ে বার্সাকে ভিন্ন কিছুর জানানই দেন তিনি। ম্যাচের ১০ মিনিটে রুদ্রিগোর বাড়ানো বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করে বার্সাকে একরকম ম্যাচ থেকে ছিটকেই দেন ভিনি। তবে না ফেরার আভাস দিয়েছে বার্সাও। ম্যাচের ৩৩ মিনিটে লেভান্ডোভস্কির গোলে ম্যাচে ফেরার আভাস দেয় বার্সা। শত হলেও এল ক্লাসিকো বলে কথা। ম্যাচ এক তরফা হতে দেয়া যায় কি করে।

শেষ পর্যন্ত অবশ্য তাদের সেই লড়াই টুকুও শেষ হয় ম্যাচের ৩৯ মিনিটে ফের পেনাল্টি থেকে ভিনি বার্সার জালে বল জড়ালে। ম্যাচ থেকে প্রথমার্ধেই একরকম ছিটকে যায় বার্সা। ভিনি তুলে দেন ২১ শতকের এল ক্লাসিকোর পঞ্চম হ্যাটট্রিক। করিম বেনজেমার পর রিয়ালের হয়ে যা দ্বিতীয়।

দ্বিতীয়ার্ধেও অবশ্য অনেকটাই পরিণত ফুটবল খেলেছে বার্সা। বল দখলে নিয়ে আক্রমণেও গিয়েছে জার্ভির শিষ্যরা। তবে গোলের দেখা পায়নি তারা। উল্টো ৬৪ মিনিটে আরও এক গোল হজম করতে হয়েছে। এ দফায় গোল পেয়েছেন ভিনির স্বদেশী রুদ্রিগো। ম্যাচের তখনও অনেকটা সময় বাকি। ফেরার চেষ্টাটা অন্তত করায় যেত।

তবে বার্সার সেই চেষ্টাও নষ্ট হয় যখন ৭১ মিনিটে দ্বিতীয় দফায় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রোনাল্ড আরাউজোকে। এরপর আর ম্যাচে ফেরার চেষ্টা করেনি বার্সা। ১০ জনের দল নিয়ে গোল হজম করা থেকে বাঁচাটাকেই শ্রেয় হিসেবে ধরে নিয়েছে জাভির দল। ফলে আর গোল না হলে ৪-১ গোলে জিতে শিরোপা উঁচিয়ে ধরেছে রিয়াল।

সম্পর্কিত খবর