আবারও চোট উইলিয়ামসনের, শেষ পাকিস্তান সিরিজ

  • নিউজরুম এডিটর
  • ১২:১০ পিএম | ১৫ জানুয়ারি, ২০২৪

চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না কেন উইলিয়ামসনের। চোট এড়াতে ঘরের মাটিতে বাংলাদেশ সিরিজে বিশ্রামে থাকার পর পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমে ফের চোট পেয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের ম্যাচে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান কেন। আর তাতেই সিরিজের বাকি তিন ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন তিনি।

হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভালোই ব্যাট করছিলেন উইলিয়ামসন। কিন্তু সমস্যা বাধে ১৫ বলে ২৬ রান করার পর। হঠাৎই মাঠে ডাকতে হয় ফিজিওকে। তাতে কাজ না হলে ছাড়তে হয় মাঠ। পরে জানানো হয় ফিল্ডিংয়েও মাঠে নামবেন না কেন। তার জায়গায় ম্যাচের বাকি সময়টাতে কিউইদের নেতৃত্ব দিয়েছেন টিম সাউদি। তুলে নিয়েছেন ২১ রানের জয়।

তবে সমস্যা হলো উইলিয়ামসনের চোট না সারায় সিরিজের বাকি ম্যাচগুলোতে আর তাকে পাচ্ছে না স্বাগতিকরা। মূলত, আসন্ন ফেব্রুয়ারিতে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট ও এরপর অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছে উইলিয়ামসনকে। তার জায়গায় পাকিস্তান সিরিজের বাকি ম্যাচগুলোতে দেখা যাবে উইল ইয়াংকে।

অবশ্য এমনিতেও চোট নিয়ে বেশ ধুঁকতে হচ্ছে উইলিয়ামসনকে। গত বছর আইপিএলে পাওয়া চোট সারিয়ে মাঠে নেমেছিলেন বিশ্বকাপে। সেখানেও খেলতে পারেননি সবগুলো ম্যাচ। ফের চোটে পড়েন। এরপর ভারতের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামলেও জয় পায়নি তার দল। পরে অবশ্য বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলেছেন উইলিয়ামসন।

এরপর ফের বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও ছিলেন না উইলিয়ামসন। পাকিস্তান সিরিজে ফিরলেও ফের চোট পেয়ে আবারও দল থেকে ছিটকে গিয়েছেন কিউইদের তারকা এই ক্রিকেটার।

খেলার দুনিয়া | ফলো করুন :