প্রস্তুতিটা ভালো হলো না বাংলাদেশ যুবাদের
আগামী ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যার আগে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলছে দলগুলো। সেই প্রস্তুতি ম্যাচের প্রথমটিতেই এবার শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারতে হয়েছে কদিন আগেই অপরাজিত এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশকে। মূল লড়াইয়ের আগে যা বাংলাদেশ যুব দলের জন্য বাড়তি সতর্কবার্তা।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে লঙ্কানরা ৯ উইকেট খরচায় ২৩৮ রান তুললেও সেই টার্গেট টপকাতে পারেনি বাংলাদেশ। অবশ্য বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার আগেই শুরু হয় বৃষ্টি। বৃষ্টির আগে ৯ উইকেট খরচায় ১১৯ রান তুলে বাংলাদেশ। পরে ডিএলএস মেথডে ১১২ রানের বড় জয় পায় লঙ্কানরা।
কদিন আগেই আরব আমিরাতের মাটিতে দারুণ ছন্দে থাকা বাংলাদেশ দলকে এদিন সেই অর্থে অচেনায় মনে হয়েছে। বোলিংয়েও দেখা গেছে খানিকটা এলোমেলো। ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেনি শিবলি আরিফুল ও রাব্বিরা। জিসান আলমের ২৬ রান ছাড়া বলার মতো রান পায়নি কোনো ব্যাটার। যা বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে অশনি সংকেত বাংলাদেশের জন্য।
অবশ্য মূল লড়াইয়ের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ। আগামী ২০ জানুয়ারি ভারতের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ পাবে বাংলাদেশ। সেখানে জিতে মূল লড়াইয়ের আগে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নেওয়ায় এখন মূল লক্ষ্য।