মেসি, এমবাপে নাকি হালান্ড, ফিফা বেস্ট উঠবে কার হাতে?

মেসি, এমবাপে নাকি হালান্ড, ফিফা বেস্ট উঠবে কার হাতে?

ফিফা বেস্টের দৌড়ে শিরোনামের তিন মহারথীর মধ্যে এবার শেষ হাসি হাসবেন কে, তা জানা যাবে আজ রাতে। সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসি নাকি নতুন প্রজন্মের দুই ধ্রুবতারা কিলিয়ান এমবাপে বা আরলিং হালান্ডের মধ্যে কেউ, কার হাতে শোভা পাবে ফিফার বর্ষসেরার পুরস্কার এখন চলছে জল্পনা-কল্পনা।

বাংলাদেশ সময় আজ রাত দেড়টায় লন্ডনে বসবে ফিফা বেস্ট অ্যাওয়ার্ড ২০২৩-এর আসর। সেখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে বছরের সেরা ফুটবল ব্যক্তিত্বদের সম্মানিত করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সে অনুষ্ঠানে ফিফপ্রো বিশ্ব একাদশও ঘোষণা করা হবে।

তবে বরাবরের মতো এবারও সাধারণ ফুটবলপ্রেমীদের চোখ থাকবে বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের দিকে। এই পুরস্কারে মেসির রাজত্ব টিকে থাকবে নাকি প্রথমবারের মতো এমবাপে বা হালান্ডের মধ্যে কেউ হাতে তুলবেন তা নিয়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে।

মেসি ২০১৯ এবং ২০২২ সালে দুইবার ফিফা বেস্ট অ্যাওয়ার্ড জিতেছেন। এছাড়া সর্বোচ্চ চারবার মনোনয়নের কীর্তিও রয়েছে তার। এবার ফিফা বেস্টের খেতাব জিতলে এককভাবে সবচেয়ে বেশিবার এই পুরস্কার জেতার রেকর্ড গড়বেন সর্বোচ্চ ব্যালন ডি’অরজয়ী আর্জেন্টাইন মহাতারকা।

ওদিকে মেসি-রোনালদো পরবর্তী-যুগে ফুটবল বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় দুই তারকা এমবাপে এবং হালান্ড ফুটবল পায়ে অনন্য সব কীর্তি গড়লেও ব্যালন ডি’অর বা ফিফা বেস্ট অ্যাওয়ার্ড তাদের অধরাই হয়েছে। মেসির সামনে আরও একবার খালি হাতে ফিরতে হবে তাদের নাকি এবার মেসিকে মাত দেবেন তাদের কেউ, সে প্রশ্নে আজ রাতের জন্য তোলা থাকল।

ফিফার বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার কে পাবেন, তা নিয়ে আলোচনা থাকলেও বর্ষসেরা কোচের পুরস্কার কার হাতে যাচ্ছে তা একরকম নিশ্চিত-ই বলা চলে। ম্যানচেস্টার সিটিকে ট্রেবল পেপ গার্দিওলা যে অন্য দুই প্রতিদ্বন্দ্বী লুসিয়ানো স্পালেত্তি এবং সিমোনে ইনজাঘির চেয়ে অনেকতা এগিয়ে আছেন, তা না বললেও চলছে।

চলুন এক নজরে দেখে নেয়া যাক, এবারের ফিফা বেস্ট অ্যাওয়ার্ডে কোন ক্যাটাগরিতে কারা আছেন পুরস্কারের দৌড়ে:

 

ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলার

লিওনেল মেসি

কিলিয়ান এমবাপে

আরলিং হালান্ড

 

ফিফা বর্ষসেরা নারী ফুটবলার

আইতানা বোনমাতি

লিন্ডা কাইসেদো

জেনি এরমোসো

 

ফিফা বর্ষসেরা কোচ (পুরুষ)

পেপ গার্দিওলা

সিমোনে ইনজাঘি

লুসিয়ানো স্পালেত্তি

 

ফিফা বর্ষসেরা কোচ (নারী)

জোনাতান জিরালদেজ

এমা হায়েস

সারিনা ভিগমান

 

ফিফা বর্ষসেরা গোলকিপার (পুরুষ)

ইয়াসিন বোনো

থিবো কোর্তোয়া

এদেরসন

 

ফিফা বর্ষসেরা গোলকিপার (নারী)

ম্যাকেঞ্জি আর্নল্ড

কাতালিনা কোল

মেরি ইয়ার্পস

 

এছাড়াও ফিফা পুসকাস অ্যাওয়ার্ড, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড এবং ফ্যান অ্যাওয়ার্ডও এই অনুষ্ঠানে প্রদান করা হবে।

সম্পর্কিত খবর