শীতের সন্ধ্যায় বিপিএল, বেখাপ্পা সময় নিয়ে উদ্বেগ
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ১৯ জানুয়ারি পর্দা উঠবে দশম বিপিএল আসরের। এবার মোট সাতটি ফ্রাঞ্চাইসি অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।
মিরপুরে উদ্বোধনী ম্যাচে দুপুরে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দিনের অপর ম্যাচে সন্ধ্যায় মাঠে নামবে সিলেট সিক্সার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বিপিএলে দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে এবং শেষ হবে আনুমানিক ৫টা ৫০ মিনিটে। দিনের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ৭টা ৩০ মিনিটে ও শেষ হবে আনুমানিক রাত ১০টা ৫০ মিনিটে।
তবে ম্যাচ শুরুর সময়সূচি নিয়ে অনেকেই বোর্ডের সমালোচনা করেছেন। কারণ দিনের দ্বিতীয় ম্যাচটি শীতের সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হলে সেটি শেষ হতে রাত ১১টার মতো বেজে যাবে। এতে দর্শকদের মাঠ থেকে খেলা দেখে যার যার বাড়িতে নিরাপদে ফেরত যাওয়াটা পড়তে পারে শঙ্কার মুখে।
বিপিএল শুরু হয়ে প্রথম দফায় মিরপুরে খেলা চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এরপর দলগুলো উড়াল দিবে সিলেটে, যেখানে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে গড়াবে টুর্নামেন্টের দ্বিতীয় ধাপের ম্যাচগুলো।
চায়ের শহরে ম্যাচগুলো শেষে আবারও রাজধানীতে ফেরত আসবে দলগুলো। সেখানে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত খেলে দুইদিনের বিরতি দিয়ে বন্দরনগরীতে উড়াল দিবে সবাই। ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামে হবে ১২টি ম্যাচ। সবশেষে ২৩ ফেব্রুয়ারি থেকে আসরের শেষ ভাগের ম্যাচগুলো হবে ঢাকার মিরপুরে।
তিন শহর মিলিয়ে মোট ৪৩ দিনে ম্যাচ হবে ৪৬টি। ঢাকা, সিলেট, চট্টগ্রাম ছাড়াও এই আসরে দেখা যাবে কুমিল্লা, রংপুর, বরিশাল ও খুলনার দলকে।