ফিফা বেস্টে গুরু-শিষ্যের বাজিমাত

ফিফা বেস্টে গুরু-শিষ্যের বাজিমাত

লিওনেল মেসি আর পেপ গার্দিওলা। বার্সেলোনায় ‘গুরু’ গার্দিওলার অধীনে সব জয় করেছিলেন ‘শিষ্য’ লিওনেল মেসি। তর্কসাপেক্ষে দুজনই নিজেদের সেরা সময়টা কাটিয়েছেন কাতালুনিয়ায়। এরপর দুজনের পথ বেঁকে গেছে। মেসি এখন মার্কিন মুলুকে বাস করেন, খেলেন ইন্টার মায়ামির হয়ে। আর গার্দিওলা ঘাটি গেড়েছেন ম্যানচেস্টারে। সোমবার রাতে লন্ডনে ফিফা বেস্টের মঞ্চে এই গুরু-শিষ্যর জয়জয়কার দেখা গেল। রেকর্ড তৃতীয়বারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন মেসি। অন্যদিকে ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জিতিয়ে প্রথমবার ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার জয় করেছেন গার্দিওলা।

ফিফা বেস্টের বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে মেসি এবং আরলিং হালান্ডের মধ্যে। দুজনই এই পুরস্কারের দৌড়ে সমান ৪৮ পয়েন্ট পান। তবে ফিফা বেস্ট অ্যাওয়ার্ডে রুলস অব অ্যালোকেশনের ১২ ধারা অনুযায়ী জাতীয় দলের অধিনায়কদের ভোট বেশি পাওয়ায় রেকর্ড তৃতীয়বারের মতো বর্ষসেরার পুরস্কার পান মেসি। এর আগে ২০১৯ এবং ২০২২ সালেও ফিফা বেস্টের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন আর্জেন্টিনা অধিনায়ক।

মেসি আর গার্দিওলার জয়ের রাতে ফিফা বেস্টে বিজয় কেতন উড়েছে দুই লাতিন প্রতিবেশি আর্জেন্টিনা এবং ব্রাজিলের। বেশিরভাগ পুরস্কারই যে গেছে এই দুই দেশের ঝুলিতে। বর্ষসেরা গোলকিপারের (পুরুষ) পুরস্কার গেছে সিটির ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসনের ঝুলিতে। অন্যদিকে ফিফার স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছেন ব্রাজিলের কিংবদন্তি নারী ফুটবলার মার্তা।

এছাড়া ফিফার ফেয়ার প্লে অ্যাওয়ার্ডও গেছে সেলসাওদের ঘরে। গত জুনে গিনির সঙ্গে প্রীতি ম্যাচে বর্ণবাদের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে নিজেদের হলুদ জার্সি বাদ দিয়ে কালো জার্সি পরে খেলেন ব্রাজিলের ফুটবলাররা। ফিফা পুসকাস অ্যাওয়ার্ডও পেয়েছেন ব্রাজিলিয়ান গিয়ের্মে মাদ্রুগা। গত বছরের ২৭ জুন ব্রাজিলের ক্যাম্পিওনাতো ব্রাসিলেইরো সিরি বি-তে বোতাফোগো এসপি’র হয়ে দুর্দান্ত এক গোল করে এই পুরস্কার পেয়েছেন ২৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান  তরুণ।

আর সেরা ফ্যানের পুরস্কার পেয়েছেন আর্জেন্টাইন ক্লাব কোলনের একজন ফ্যান। এদিকে ব্যালন ডি’অরের পর ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কারও উঠেছে বার্সেলোনার আইতানা বোনমাতির হাতে।

একনজরে ২০২৩ সালের ফিফা বেস্ট পুরস্কারজয়ীরা

বর্ষসেরা ফুটবলার (পুরুষ)

লিওনেল মেসি (আর্জেন্টিনা, পিএসজি, ইন্টার মায়ামি)

বর্ষসেরা ফুটবলার (নারী)

আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)

বর্ষসেরা কোচ (পুরুষ)

পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি)

বর্ষসেরা কোচ (নারী)

সারিনা ভিগমান (ইংল্যান্ড)

বর্ষসেরা গোলকিপার (পুরুষ)

এদেরসন (ব্রাজিল, ম্যানচেস্টার সিটি)

বর্ষসেরা গোলকিপার (নারী)

ম্যারি ইয়ার্পস (ইংল্যান্ড, ম্যানচেস্টার ইউনাইটেড)

ফিফা পুসকাস অ্যাওয়ার্ড

গিয়ের্মে মাদ্রুগা (ব্রাজিল)

ফিফা ফ্যান অ্যাওয়ার্ড

আর্জেন্টাইন ক্লাব কোলনের ফ্যান

ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড

ব্রাজিল

ফিফা স্পেশাল অ্যাওয়ার্ড

মার্তা (ব্রাজিল)

 

সম্পর্কিত খবর