মরিনিওকে তাড়িয়ে দিল রোমা
রোমার ইতিহাসের প্রথম ইউরোপীয় শিরোপা উয়েফা ইউরোপা কনফারেন্স লিগ জিতিয়েছিলেন জোসে মরিনিও। সেই মরিনিওকেই এবার কোচের পদ থেকে সরিয়ে দিল ক্লাবটি। আজ এক বিবৃতিতে রোমার দুই মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।
৬০ বছর বয়সী মরিনিও ২০২১-২২ মৌসুমের শুরু থেকে ক্লাবটির দায়িত্বে আছেন। ২০২২ সালে ইউরোপা কনফারেন্স লিগ জিতিয়েছেন। পরের বছর ইউরোপার ফাইনালেও নিয়ে গিয়েছিলেন।
তবে চলতি মৌসুমে দলের পারফর্ম্যান্স ছিল যাচ্ছেতাই। বর্তমানে সিরি আ'তে দলটি আছে নবম স্থানে। শেষ তিন ম্যাচের তিনটিতেই হেরেছে। গত রোববার মিলানে ৩-১ গোলে হেরেছে ইন্টারের কাছে। এরপরই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রোমা।
বর্তমানে শীর্ষে থাকা ইন্টারের সঙ্গে তাদের দূরত্বটা ২২ পয়েন্টের। ২০ ম্যাচ শেষে এখন পর্যন্ত জিততে পেরেছে কেবল ৮ ম্যাচে। হেরেছে সাত ম্যাচে, যার তিনটিই এসেছে শেষ তিন ম্যাচে। গেল সপ্তাহে কোপা ইতালিয়া থেকেও বিদায় নিয়েছে মরিনিওর সদ্য সাবেক দল। তাও হেরেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ল্যাজিওর কাছে। তখন থেকেই মূলত কথা উঠে যাচ্ছিল, মরিনিও বিদায় নিতে চলেছেন। আজ তাদের মালিকদের বিবৃতিতে সেটাও নিশ্চিত হয়ে গেল।
বিবৃতিতে রোমার দুই মালিক ড্যান আর রায়ান ফ্রাইডকিন বলেছেন, 'জোসেকে রোমার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাতে চাই। ক্লাবের প্রতি যে অনুরাগ ছিল তার, এখানে আসার পর থেকে যে চেষ্টাটা করেছেন তিনি, তার জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই।'
'তার অধীনে রোমায় আমাদের ভালো স্মৃতিগুলোকেই আমরা স্মরণ করব। তবে এখন মনে হচ্ছে ক্লাবের ভালোর জন্য একটা পরিবর্তন প্রয়োজন।'
শুধু মরিনিওই নন, তার সহকারীদেরও বরখাস্ত করা হয়েছে। রোমার বিবৃতিতে আরও বলা হয়, 'জোসে ও তার সহকারীদেরকে তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি আমরা।'