কটুকথা সইতে না পেরে ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন রউফ!
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন পাকিস্তানি পেসার হারিস রউফ। সে সময় সমালোচনা সহ্য করতে না পেরে আন্তর্জাতিক ছেড়ে দেয়ার কথাও নাকি ভেবেছিলেন তিনি, এমনটাই জানিয়েছে পাকিস্তানের একটি সংবাদমাধ্যম।
তবে পরিবার এবং বন্ধু-বান্ধবদের পরামর্শে সে সিদ্ধান্ত নেয়া থেকে পিছু হটেন রউফ। জানা গেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ এবং কোচ মোহাম্মদ হাফিজের সঙ্গে আলোচনায় বসেন এই পেসার। পরবর্তীতে রিয়াজ জানান, শুরুতে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে খেলার কথা জানালেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টান রউফ।
তবে রউফের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে করা আরেকটি প্রতিবেদনে জানা যায়, রউফ কখনো অস্ট্রেলিয়া সিরিজে খেলার ব্যাপারে সবুজ সংকেত দেননি। বরং ফিটনেস এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে সেই সিরিজে না খেলার সিদ্ধান্ত নেন তিনি। জানা যায়, বিশ্বকাপের সময়ই তখনকার হেড কোচ মিকি আর্থারকে বিষয়টি জানিয়েছিলেন রউফ।
ফিটনেসের কারণে বিশ্বকাপেও ঠিকঠাক পারফর্ম করতে পারেননি রউফ। বিশ্বকাপে পাকিস্তানের সবচেয়ে খরুচে বোলার ছিলেন ৩০ বছর বয়সী এই পেসার।