২ বছরের জন্য নিষিদ্ধ নাসির
২০২১ সালে আবুধাবিতে টি-টেন লিগ খেলতে গিয়েছিলেন নাসির হোসেন। সেই সিরিজ খেলতে গিয়ে ‘উপহার’ হিসেবে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে পেয়েছিলেন আইফোন ১২। আইসিসির নিয়মানুসারে অপরিচিত কারো কাছ থেকে যা বড় অপরাধ। সে অপরাধের কারণে এবার নিষেধাজ্ঞার মুখে পড়লেন তিনি।
২ বছরের জন্য নিষিদ্ধ হচ্ছেন তিনি। এর মধ্যে ৬ মাসের নিষেধাজ্ঞা স্থগিত থাকবে তার। আজ মঙ্গলবার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে বিষয়টি।
নাসির আইসিসির তিনটি ধারা ভেঙে এই নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। ২.৪.৩, ২.৪.৪ ও ২.৪.৬ ধারা ভেঙেছেন তিনি। ২০২১ সালে তিনি আবুধাবি টি-টেন লিগে খেলতে গিয়ে অচেনা একজনের কাছ থেকে ‘উপহার’ পেয়েছিলেন আইফোন ১২। ২.৪.৩ ধারা ভঙ্গ হয় তাতে।
সে উপহার নিতে গিয়ে কোনো দুর্নীতির প্রস্তাব তিনি পেয়েছিলেন কি না, তা নিয়ে আইসিসির দুর্নীতি বিরোধী কর্মকর্তাকে কিছু জানাননি। তাতে আইসিসির ২.৪.৪ ধারা ভঙ্গ করেন তিনি। পুরো তদন্তে কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়াই আইসিসিকে সাহায্য করতে ব্যর্থ হন নাসির, যার ফলে তৃতীয় ধারাটি ভঙ্গ হয় তার। তিনের মিশেলে তার ওপর নেমে এসেছে নিষেধাজ্ঞা।
নাসির পুরো বিষয়টাই মেনে নিয়েছেন বিনা বাক্যব্যয়ে। যার ফলে তিনি নিষিদ্ধ হয়েছেন দুই বছরের জন্য। তার মধ্যে শর্ত পূরণ করতে পারলে শেষ ছয় মাসের নিষেধাজ্ঞা মওকুফ হতে পারে তার। সেটা হলে আগামী ২০২৫ সালের ৭ এপ্রিল আবারও ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।
এর আগে গেল সেপ্টেম্বরে তার ওপর অভিযোগ আনে আইসিসি। তখনই দেশের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হন তিনি। যে কারণে এবারের বিপিএলের ড্রাফটেও ছিল না তার নাম। এবার তো ক্রিকেট থেকেই নিষিদ্ধ হলেন তিনি।