শেষ ওভারে ২৪ রান তুলে জিম্বাবুয়ের নাটকীয় জয়
শেষ ওভারে রান দরকার মোটে ২০। ২২ গজে তখন দলের সাত এবং আটে নামা দুই ব্যাটার। প্রতিপক্ষ লঙ্কান দলের অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা বল থামালেন দলের সবচেয়ে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাতে। কার্যত পরিস্থিতিটা মোটেও সহজ ছিল না সফরকারী দল জিম্বাবুয়ের জন্য। তবে সব সমীকরণ উড়িয়ে ম্যাচ মোড় নিল নাটকীয়তায়। শেষ ওভারে ২৪ রান তুলে লুক জঙ্গুয়ে ও ক্লাইভ মাদান্ডে দলকে এনে দিল ৪ উইকেটের স্মরণীয় এক জয়।
এতে লঙ্কানদের মাঠে তিন ম্যাচ সিরিজ ১-১ সমতায় আনলো সিকান্দার রাজার দল। একইসঙ্গে শ্রীলঙ্কা বিপক্ষে এটি স্বল্প ফরম্যাটের খেলার আফ্রিকান দলটির প্রথম জয়।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান নেয় জিম্বাবুয়ে। সেখানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে স্বাগতিকরা।
এতে ব্যাট করতে নেমে শুরু থেকে বেশ ছন্দে থেকে এগোতে থাকেন ওপেনার ক্রেইগ আরভিন। তবে দলীয় ২২ রানের দিলাশান মাধুশাঙ্কার ভলে ফেরেন আরেক ওপেনার টিনাশে কামুনহুকামউই (১২)। পরে ব্রিয়ান বেনেটকে শুরুর সেই চাপ সামলে ৭৪ রানের দারুণ এক জুটি গড়েন আরভিন। সেখানে জয়ের ভিত অনেকটা গড়লেও পরক্ষণেই চাপে পড়ে সফরকারীরা।
২৬ রানে তিন উইকেট হারিয়ে জয়ের পথে প্রথম ধাক্কা খায় দলটি। এদিন টানা পাঁচ ম্যাচে ফিফটি হাঁকানো রাজা ফেরেন কেবল ৮ রান করে। দলীয় ১৩১ রানের মাথায় ফেরেন থিতু হওয়া আরভিন। এর আগে করেন ৫৪ বলে দলীয় সর্বোচ্চ ৭০ রান।
সেখান থেকে শেষ ওভার গড়ান ম্যাচে জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ২০ রান। এবং প্রথম বলটিই ‘নো বল’ করে বসেন ম্যাথিউস এবং ছক্কা হাঁকান জঙ্গুয়ে। এতে প্রথম বলেই আসে ১১ রান। পরের দুই বলে আরও একটি চার ও ছক্কা হাঁকান তিনি। শেষ বলে আরও একটি ছক্কা আসে মাদান্ডের ব্যাট থেকে এবং ইতিহাস গড়ে দলটি। এ নিয়ে ছয়বারের দেখায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয় পেল জিম্বাবুয়ে।
এর আগে ব্যাট করতে নেমে পেসারদের তোপে দলীয় ২৭ রানের মাথায় সাজঘরে ফেরেন স্বাগতিক দলের শুরুর চার ব্যাটার। এতে দ্রুতই গুটিয়ে যাওয়ার আশঙ্কা জাগলে আসালাঙ্কা ও ম্যাথিউস। গড়েন ১১৮ রান দারুণ এক জুটি। এতে শেষ পর্যন্ত ১৭৩ রানের সংগ্রহ পায় লঙ্কানরা। ৩৯ বলে দলীয় সর্বোচ্চ ৬৯ রান করেন আসালাঙ্কা। এদিকে আগের ম্যাচে দারুণ ছন্দে থাকা ম্যাথিউস করেন ৬৬ রান। ব্লেসিং মুজারাবানি নেন দুই এদিকে।
এদিকে বল হাতে ২ উইকেট তুলে নেওয়ার পর শেষ দিকে ম্যাচ জেতানো ১২ বলে ২৫ রানে জবাবে ম্যাচ সেরার খেতাব জেতেন জঙ্গুয়ে।