যুবাদের প্রস্তুতি আজ অজিদের বিপক্ষে
দুদিন বাদে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫তম আসর। ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার মাঠে শুরু হতে যাওয়া যুবাদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দলগুলো সেরে নিচ্ছে শেষ সময়ের প্রস্তুতি। সেখানে নিজেদের অফিশিয়াল প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে বড় ব্যবধানে হারে বাংলাদেশ।
লঙ্কানদের বিপক্ষে বৃষ্টি আইনে ১১২ রানে হারে শিবলি-রাব্বিরা। বিশ্বকাপের মূলপর্বের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে ২০২০ আসরের বিশ্বচ্যাম্পিয়নরা। সেখানে নিজেদের ফেরাতে আজ (বুধবার) অজিদের বিপক্ষে মাঠে নামবে মাহফুজুর রহমান রাব্বির দল। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
আগামী ২০ জানুয়ারি আসরের প্রথম ম্যাচই আরিফুল-রাব্বিদের জন্য হতে চলেছে বড় ম্যাচ। সবচেয়ে বেশি পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশের যুবারা। যদিও ২০২০ আসরে এই ভারতকে থামিয়েই নিজেদের প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ। আরও একবার তাই তাদের থামিয়ে আসরের শুভ সূচনা করতে চাইবে দলটি।