অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে ১৮৮ রানে অলআউট উইন্ডিজ
দল ঘোষণার সময় সাবেক উইন্ডিজ উইকেটরক্ষক জেফরি ডুজন বলেছিলেন এ যেন কসাইয়ের কাছে ভেড়ার পাল। সামনে অজিদের মতো শক্তিশালী দল, তাও আবার তাদের ডেরায়। এমন অবস্থায় অভিষেক হওয়ার পথে থাকা ৭ জনকে রেখে সাজানো এমন আনকোরা দল দেখে এমন মন্তব্য অবশ্য অকপটেই আসার কথা।
অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে অভিষিক্ত তিনজনকে নিয়ে আজ (বুধবার) মাঠে নেমেছে উইন্ডিজ। সেখানে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে হ্যাজলউড-কামিন্সের পেস তোপে স্রেফ ১৮৮ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। সেখানে সর্বোচ্চ ৫০ রান করেছেন কির্ক ম্যাকেঞ্জি। এবং ৩৬ রান করেছেন লাল বলের ক্রিকেটে অভিষেকের দিনে এগারোতে নামা শামার জোসেফ। অভিষিক্ত বাকি দুই জন হলেন দুই অলরাউন্ডার কাভেম হজ, জাস্টিন গ্রিভস।
অজিদের হয়ে চারটি করে উইকেট নিয়েছেন দুই পেসার জশ হ্যাজলউড ও অধিনায়ক প্যাট কামিন্স। শেষ খবর পাওয়া পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ২৫ রান তুলেছে স্বাগতিকরা। ওপেনিংয়ে নিজের শুরুটা সেভাবে রাঙিয়ে রাখতে পারলো না স্টিভ স্মিথ। কেবল ১২ রান করে ফেরেন শামার জোসেফের বলে।