১৬ ছক্কায় অ্যালেনের বিশ্ব রেকর্ড

১৬ ছক্কায় অ্যালেনের বিশ্ব রেকর্ড

ইউনিভার্সিটি ওভালের মাঠে বুধবার রীতিমতো ঝড় বইয়ে দিলেন ফিন অ্যালেন। ডানহাতি এই ব্যাটারের একের পর এক ছক্কায় সর্বনাশ হলো পাকিস্তানের। খেলার তৃতীয় ওভারেই নতুন বল নিতে হলো দুইবার। শাহিন শাহ আফ্রিদির বলে টানা দুটি ছক্কা এতোটাই বিশাল ছিল যে বলই হারিয়ে গেল! ২০ ওভারের ম্যাচে অ্যালেন বাউন্ডারি হাঁকালেন ২১টি। যার মধ্যে ছক্কাই ১৬টি। তার পথ ধরেই গড়লেন বিশ্বরেকর্ড।

বুধবার পাকিস্তানের বিপক্ষে ৬২ বলে ১৩৭ রানের ইনিংস খেলেন নিউজিল্যান্ডের অ্যালেন। ২৪ বছর বয়সী ওপেনারের ব্যাটে তৃতীয় টি-টোয়েন্টিতে ডানেডিনে পাকিস্তানকে ৪৫ রানে হারাল কিউইরা।

তবে লড়াইটা হলো অ্যালেন বনাম পাকিস্তানের। ১৬ ছক্কা মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড স্পর্শ করলেন তিনি। ছুঁয়ে ফেললেন হাজরাতউল্লাহ জাজাইকে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি এর আগে একাই ভোগ করছিলেন আফগান হজরতউল্লাহ জাজাই। ২০১৯ সালে ভারতের দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলতে গিয়ে ১৬ ছক্কা হাঁকান এই ওপেনার।

অ্যালেন বুধবার করলেন ১৩৭। যা কীনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। তিনি ভাঙলেন ব্রেন্ডন ম্যাককালামের রেকর্ড। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে ৫৮ বলে ১২৩ রান করেন ম্যাককালাম।

অ্যালেনের এই রেকর্ড ১৬ ছক্কায় হারিস রউফ ভুগলেন সবচেয়ে বেশি। ৬টি ছয় হজম করলেন তিনি। হারিস এক ওভারেই দিলেন ২৮ রান। পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদির বলে ছক্কা হাঁকালেন ৪টি। আগের ম্যাচে ৪১ বলে ৭৪ করে ম্যাচসেরা হয়েছিলেন অ্যালেন। এবার ছক্কার বিশ্বরেকর্ড ছুঁয়ে তিনিই হলেন সেরাদের সেরা!

সম্পর্কিত খবর