অ্যাডিলেডে উইন্ডিজের দুর্দশার দিনেও অভিষিক্ত জোসেফের চমক 

অ্যাডিলেডে উইন্ডিজের দুর্দশার দিনেও অভিষিক্ত জোসেফের চমক 

অ্যাডিলেডের টেস্টের প্রথম দিনে চা বিরতির পরেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। যদিও আরো আগেই অলআউটের আশঙ্কা জেগেছিল উইন্ডিজ শিবিরে। দলীয় ১৩৩ রানের মাথায় নবম উইকেটের পতন ঘটলে ব্যাট হাতে মাঠে নামেন অভিষিক্ত শামার জোসেফ। এবং ৪১ বলে তার ৩৬ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ১৮৮ রানের সংগ্রহ পায় সফরকারীরা। 

এদিকে প্রথম দিনেই ব্যাটিংয়ের সুযোগ পাওয়া অজিদের বল হাতেও ভোগালেন শামার। ওপেনার হিসেবে নিজের প্রথম ইনিংসে ব্যাট করতে নামা তারকা ব্যাটার স্টিভ স্মিথের উইকেট নিয়ে লাল বলের ক্রিকেটে যাত্রা শুরু করলেন এই ডানহাতি পেসার। পরে দলীয় ৪৫ রানের মাথায় তুলে নিয়েছেন মারনাস লাবুশেনের উইকেটও।

প্রথম দিনে শেষ পর্যন্ত ২১ ওভার ব্যাটিং করে অজিরা। সেখানে ২ উইকেটে ৫৯ রান তুলেছে প্যাট কামিন্সের দল। ৩০ রানে অপরাজিত আছেন উসমান খাজা। 

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে হ্যাজলউড-কামিন্সের পেস তোপে স্রেফ ১৮৮ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। সেখানে সর্বোচ্চ ৫০ রান করেছেন কির্ক ম্যাকেঞ্জি। শামার ছাড়া অভিষিক্ত বাকি দুইজন হলেন দুই অলরাউন্ডার কাভেম হজ, জাস্টিন গ্রিভস। অজিদের হয়ে চারটি করে উইকেট নিয়েছেন দুই পেসার জশ হ্যাজলউড ও অধিনায়ক প্যাট কামিন্স।

সম্পর্কিত খবর