সাকিব-মিরাজ দশে দশ : হেরাথ

সাকিব-মিরাজ দশে দশ : হেরাথ

বিশ্বকাপের আগে বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে কথা হয়েছে বেশ। সময়ের অন্যতম সেরা পেস বোলিং লাইনআপ নিয়ে বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। তাসকিন-শরিফুলদের দিয়ে গড়া পেস আক্রমণকে এগিয়ে রাখছেন ক্রিকেটবোদ্ধারা। অথচ বিশ্বকাপের প্রথম ম্যাচেই পেসারদের ছাপিয়ে সব আলো কেড়ে নিলেন  স্পিনাররা।

ধর্মশালায় অধিনায়ক সাকিব  আল হাসান আর মেহেদী হাসান মিরাজের স্পিন ভেলকিতেই থমকে গেছে আফগানদের রানের চাকা। তাদের আঙুলের জাদুতে ৩৭.২ ওভারেই গুটিয়ে গেছে হাশমতউল্লাহ শাহিদির দল।

স্পিনারদের এমন পারফরম্যান্সে একটু বেশিই খুশি দলের সাকিব-মিরাজদের স্পিনগুরু রঙ্গনা হেরাথ। আফগানিস্তানের বিপক্ষে পারফরম্যান্সের জন্য দলের মূল দুই স্পিনারকে ফুল মার্কস দিচ্ছেন বাংলাদেশ কোচ, ‘সত্যি বলতে তারা ১০ এর মধ্যে ১০। কারণ, আমি আগেই বলেছি, তারা উইকেট বেশ ভালোভাবে বোঝে। তারপর তারা লাইন-লেন্থ মেনে দারুণ বোলিং করেছে। পাশাপাশি বেশ আক্রমণাত্মক ফিল্ডিং সেটআপ করেছে। আমি আসলে তাদের বোলিংয়ে শতভাগ খুশি।’

আগামীকাল একই মাঠে ইংল্যান্ড-পরীক্ষা বাংলাদেশের। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষেও স্পিন বড় অস্ত্র হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে হেরাথের মত, ‘আমার মনে হয়, স্পিনারদের হাইলাইট করা উচিত। এই স্কিলের কথা মাথায় তারা উইকেট ভালো বুঝতে পারবে। তারা পরিস্থিতি অনুযায়ী বল করবে। এই অবস্থায় আমি নিশ্চিত দুইজন স্পিনার থাকবে। তারা উইকেটের পরিস্থিতি বুঝে বল করবে এমনটাই বিশ্বাস আমার।’

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টায় ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

সম্পর্কিত খবর