বিপিএল থেকে সরে যাবে কুমিল্লা?

বিপিএল থেকে সরে যাবে কুমিল্লা?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তৃতীয় আসরে তাদের অভিষেক, সে থেকে এবারের আসর পর্যন্ত ৬ বার অংশ নিয়ে চার বার শিরোপা জিতেছে দলটি। সেই দলটাকেই কি-না আগামী আসর থেকে না দেখা যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে! দলটির স্বত্ত্বাধিকারী নাফিসা কামাল এমনটাই জানিয়েছেন এক সংবাদ সম্মেলনে। 

বিপিএল নিয়ে বিসিবির কোনো বাণ্যিজিক মডেল নেই। তার ওপর ফ্র্যাঞ্চাইজিগুলোও বিপিএল থেকে পাওয়া রাজস্ব আয় থেকে পায় না কিছুই। মূলত সে কারণেই বিপিএল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। 

বিপিএলের রাজস্ব নিয়ে অবশ্য নাফিসা কামালের চাওয়া আজকের নয়। পাঁচ বছর আগে এক সাক্ষাৎকারে তিনি প্রথম দাবিটা তুলেছিলেন। যদিও সে দাবি নিয়ে আলাপ করার সুযোগই পাননি তিনি। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বিসিবির যে কোনো বৈঠকই হয়নি আর!

গতকাল এই বিষয়ে সাংবাদিকদের নাফিসা বলেন, ‘এ বছর একটা মিটিং করতে চেয়েছিলাম (বিসিবির সঙ্গে)। গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পরও প্রেস কনফারেন্সে আমি এটাই অনুরোধ করেছিলাম, একটা মিটিং। মিটিং হলে রংপুরের মালিকপক্ষও বসবে। চট্টগ্রাম, ঢাকা—সবাই বসবে। সবাইকে সমান সম্মান দেওয়া উচিত। তারা সবাই কমবেশি বিনিয়োগ করছে। সবাইকে সম্মান দেওয়া উচিত।’

এরপর ২০২২ বিপিএলে গভর্নিং কাউন্সিল সাফ জানিয়ে দেয়, কোনো রাজস্ব ভাগাভাগির কোনো কাঠামোয় বিপিএলকে নেওয়ার কোনো সম্ভাবনা নেই অচিরেই। সে পুরোনো আক্ষেপটাই নতুন আসর শুরুর আগে আরও একবার জানিয়ে দিলেন নাফিসা। জানালেন, ‘রাজস্ব ভাগাভাগি না হলে আমরা আগামী বিপিএলে থাকবো না, এটা শতভাগ সত্য। আমরা কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিকিট রাইটস, গ্রাউন্ড রাইটস ও মিডিয়া রাইটসের একটা অংশ চাই।’

প্রতি বছরই চ্যাম্পিয়ন হওয়ার মতো দলই গড়ে কুমিল্লা। তবে বিপিএল শেষে লাভের খাতায় থাকে না কিছুই। অকপটে স্বীকার করে নেন নাফিসা। তবে পাশের দেশ ভারতের মতো রাজস্ব ভাগাভাগির মডেল থাকলে পরিস্থিতিটা এমন হতো না কুমিল্লার, কিংবা সব দলেরই। সেখানে ব্রডকাস্টিং, টাইটেল স্পনসরশিপ থেকে পাওয়া অর্থের পঞ্চাশ শতাংশ অর্থ যায় বিসিসিআইয়ের পকেটে, এরপর বাকি অংশ ভাগ করে দেওয়া হয় সব ফ্র্যাঞ্চাইজির মধ্যে। 

সব কিছু মিলিয়ে বিপিএল নিয়ে হতাশাটা প্রকাশ করেছেন নাফিসা, ‘কাগজে-কলমে যেভাবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলা উচিত। সেটা আমাদের বিপিএলে প্রযোজ্য নয়। ফ্র্যাঞ্চাইজিদের যেসব রাইটস পাওয়া উচিত, আমাদের সেটা পাওয়া হয় না।’ 

সম্পর্কিত খবর