মাশরাফিই সিলেটের অধিনায়ক

মাশরাফিই সিলেটের অধিনায়ক

মাশরাফি বিন মুর্তজার অধীনে গেল মৌসুমে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিপিএলের ফাইনালে খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। সেই দলটায় এবারও আছেন মাশরাফি, তাকে রেখে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার দলটি জানিয়েছে এবারের আসরেও অধিনায়ক হিসেবে রাখছে তাকেই।

হাঁটুতে চোট আছে মাশরাফির। সে কারণে বিপিএলে খেলা নিয়ে শঙ্কা ছিল তার। এখন পর্যন্ত সিলেটের অনুশীলনেও আসেননি তিনি।

তবে তাকে শুরু থেকে তাকে পেতে আশাবাদি সিলেট। সে কারণে অধিনায়ক হিসেবেও তাকেই ঘোষণা করেছে সিলেট স্ট্রাইকার্স। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে তারা। মাশরাফির ডেপুটি হিসেবে থাকছেন মোহাম্মদ মিঠুন।

এদিকে দলে নাজমুল হোসেন শান্তর মতো তারকা আছেন। শান্তর ঝুলিতে আছে বিশ্বকাপের মতো মঞ্চে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা। এছাড়াও বিশ্বকাপের পর থেকে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে তিনিই দলকে নেতৃত্ব দিচ্ছেন, নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজ ড্রয়ের কৃতিত্বও তার অধীনে দেখিয়েছে বাংলাদেশ, জিতেছে ওয়ানডেতেও। তবে এরপরও মাশরাফির ডেপুটি হিসেবে মিঠুনকেই বেছে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স।

সম্পর্কিত খবর