দুই সুপার ওভারেই রোহিতের ব্যাটিং, নিয়ম কি বলছে? 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:৫২ এএম | ১৮ জানুয়ারি, ২০২৪

 

নিয়ম অনুযায়ী আগের সুপার ওভারে আউট হওয়া ব্যাটার পরের সুপার ওভারে ব্যাট করতে পারবেন না। ভারত-আফগান সিরিজের শেষ ম্যাচে এমন কিছুকে ঘিরেই তৈরি হয়েছিল ধোঁয়াশা।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নির্ধারিত ২০ ওভারের ম্যাচ সমান ২১২ রান ‘টাই’ হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে প্রথম সুপার ওভারও হয় ‘টাই’। এবং ম্যাচের নিস্পত্তি হয় দ্বিতীয় সুপার ওভারে। ধোঁয়াশাটা মূলত এখানে নয়। প্রথম সুপারে আউট হয়ে ফেরার পর, দ্বিতীয় সুপার ওভারেও ব্যাট করেন রোহিত এবং ভূমিকা রাখেন দলের জয়ে। তবে কী আইসিসির নিয়ম ভেঙেছেন রোহিত?

এই জল ঘোলা অবস্থাটা এবার একটু পরিস্কার করা যাক। আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুসারে, প্রথম সুপার ওভারে আউট হওয়া ব্যাটসম্যান পরের সুপার ওভারে নামতে পারেন না। এখানেই কিছুটা মাথা খাটিয়েছেন রোহিত। প্রথম সুপার ওভারের পঞ্চম বল শেষে স্বেচ্ছায় মাঠ ছাড়েন তিনি। এখানে তিনি বিবেচনা হন ‘রিটায়ার্ড হার্ট’ হিসেবে যেটিকে ‘রিটায়ার্ড নট আউট’ও বলা যায়। এতেই তিনি পরের সুপার ওভারে ব্যাটিং করার সুযোগ পান। তিনি যদি সেসময় ‘রিটায়ার্ড আউট’ হিসেবে মাঠ ছাড়তেন তবে দ্বিতীয় সুপার ওভারে আর ব্যাটিংয়ের সুযোগ পেতেন না। 

ম্যাচ শেষে এ নিয়ে কথা বলেছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও। এটিকে তিনি ২০২২ আইপিএলে রবিচন্দ্রন অশ্বিনের করা এক ঘটনার সঙ্গে তুলনা করেছেন এবং সেখানে বলেছেন, অশ্বিনের মতো মাথা খাটিয়েছে রোহিত। 

খেলার দুনিয়া | ফলো করুন :