অ্যাডিলেডে হেডের সেঞ্চুরিতে অজিদের ২৮৩
অ্যাডিলেড টেস্টে ওয়েস্ট ইন্ডিজের পর ব্যাটিং ভুগলো অজিরাও। তবে স্বাগতিকদের মান বাঁচল ২০২৩ বিশ্বকাপ ফাইনাল জয়ের নায়ক ট্রাভিস হেডের ব্যাটে। তার সেঞ্চুরি পেরোনো ১১৯ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ২৮৩ রানের সংগ্রহ পায় প্যাট কামিন্সের দল। এতে প্রথম ইনিংস শেষে ৯৫ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।
২ উইকেটে ৫৯ রানে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে অজিরা। এদিনও খুব একটা সুবিধে করতে পারছিল না তারা। আগের দিন ২ উইকেট তুলে দ্বিতীয় দিনের শুরুর উইকেটও তুলে নেন অভিষিক্ত শামার জোসেফ। পরে আরও দুটি উইকেট নিয়ে লাল বলের ক্রিকেটে নিজের অভিষেকের দিনেই ফাইফার পান এই ডানহাতি পেসার। ওয়ানডে মেজাজে খেলতে থাকা ১৩৪ বলে ১১৯ রান করা হেডকেও থামিয়েছেন এই তরুণ। এছাড়া উসমান খাজা করেন ৪৫ রান।
এর আগে অ্যাডিলেডের টেস্টের প্রথম দিনে চা বিরতির পরেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। যদিও আরো আগেই অলআউটের আশঙ্কা জেগেছিল উইন্ডিজ শিবিরে। দলীয় ১৩৩ রানের মাথায় নবম উইকেটের পতন ঘটলে ব্যাট হাতে মাঠে নামেন অভিষিক্ত শামার। এবং ৪১ বলে তার ৩৬ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ১৮৮ রানের সংগ্রহ পায় সফরকারীরা।
এদিকে প্রথম দিনেই ব্যাটিংয়ের সুযোগ পাওয়া অজিদের বল হাতেও ভোগান শামার। ওপেনার হিসেবে নিজের প্রথম ইনিংসে ব্যাট করতে নামা তারকা ব্যাটার স্টিভ স্মিথের উইকেট নিয়ে লাল বলের ক্রিকেটে যাত্রা শুরু করলেন এই ডানহাতি পেসার। পরে দলীয় ৪৫ রানের মাথায় তুলে নিয়েছেন মারনাস লাবুশেনের উইকেটও। প্রথম দিনে শেষ পর্যন্ত ২১ ওভার ব্যাটিং করে অজিরা। সেখানে ২ উইকেটে ৫৯ রান করে প্যাট কামিন্সের দল।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে হ্যাজলউড-কামিন্সের পেস তোপে স্রেফ ১৮৮ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। সেখানে সর্বোচ্চ ৫০ রান করেছেন কির্ক ম্যাকেঞ্জি। শামার ছাড়া অভিষিক্ত বাকি দুইজন হলেন দুই অলরাউন্ডার কাভেম হজ, জাস্টিন গ্রিভস। অজিদের হয়ে চারটি করে উইকেট নিয়েছেন দুই পেসার জশ হ্যাজলউড ও অধিনায়ক প্যাট কামিন্স।